Posts

Showing posts from November, 2019

২০ হাজার টাকায় ‘নববধূ কিনে নিচ্ছেন’ পুরুষরা

Image
Himel report  আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতের হরিয়ানা রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেকটাই কম। তাই বিয়ের জন্য পুরুষদের তাকিয়ে থাকতে হয় অন্য রাজ্যের মেয়েদের দিকে। এমনকি পাশের রাজ্যগুলো থেকে মেয়েদের কিনে আনা হয় বিয়ে করার জন্য। এরইমধ্যে এক জরিপে দেখা যায়, এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার নববধূ কিনেছেন হরিয়ানার পুরুষরা। এক একজন মেয়েকে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে কেনা হয়ে থাকে। ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সম্প্রতি ‘সেলফি উইথ ডটার ফাউন্ডেশন’ নামে একটি সংস্থার পরিচারিত জরিপ এমন তথ্য উঠে এসেছে বলে সংস্থাটির পরিচালক সুনীল জাগলানর জানিয়েছেন। ১২৫ জন স্বেচ্ছাসেবী ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এ জরিপ চালায়। জরিপে দেখা যায়, বিয়ের জন্য কিনে আনা প্রায় ১ হাজার ৭০ জন নববধূ এরইমধ্যে শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন দামি মালামাল নিয়ে পালিয়ে গেছে। কিনে আনা মেয়েদের অনেকেই নাবালিকা। মূলত, আসাম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে এইসব নববধূদের টাকার বিনিময়ে কিনে আনা হয়। অবিবাহিত এসব মেয়েদের দাম ধরা হয় মাত...

শুরু হলো মহান বিজয়ের মাস

Image
হিমেল রিপোর্ট :  আজ থেকে শুরু হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক,ও অর্থনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খন্ড। আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। এ মাসেই স্বাধীনতা বিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামসদের সহযোগিতায় দেশের মেধাবী ও শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোন নজির বিশ্বে নেই। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ আর ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর জল, স্থল আর আকাশপথে সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরা...

ফকিরহাটের এক গৃহবধূ গলায় ফাস দিয়ে আত্মহত্যা করছে।

Image
নিজস্ব রিপোর্ট  ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে আল আমিন (৩২) নামক তার স্ত্রী (১৮) সকাল ৮ বাজে ৪৫ মিনিটে তার নিজস্ব ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় উড়না দিয়ে নিজেই আত্মহত্যা করছে। তাদের একটা মাত্র  ছেলে  এখনো ভালো ভাবে কথা বলা ও শিখে নি। ফকিরহাট মডেল থানা থেকে পুলিশ আসছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে যে কোন কারনে সে আত্মহত্যার শিকার হলো। সংসারে ছিলো না কোনো পারিবারিক সম্পর্ক বিনষ্ট হওয়ার কারণ।            

গণধর্ষণের পর অভিনেত্রীকে ২০তলা থেকে ফেলে হত্যা

Image
Himel report  ২০১৭ সালে মালয়েশিয়ায় ইভান স্মিথ নামে এক অভিনেত্রীক গণধর্ষণ করে বিবস্ত্র অবস্থা ২০তলা থেকে ফেলে হত্যা কর হয়। তখন মনে করা হয়েছিল, তাক হত্যা করা হয়নি, বরং নেশাগ্রস্ অবস্থায় যৌনতায় লিপ্ত হয় নিচে পড়ে নিহত হয়েছে প্রাথমিক তদন্ত শেষে পুলি বিষয়টি নিয়ে আর এগোয়নি। ইভানা স্মিথ নেদারল্যান্ডে নাগরিক। পুলিশ গুরুত্ব না দিলে হাল ছাড়েনি ইভানার পরিবার তারা মালয়েশিয়ার হাইকোর্ট বিষয়টি তদন্তের দাবি জানায় আদালতের নির্দেশে আবার তদন্ত শুরু করে মালয়েশিয় পুলিশ। এবার তদন্তে তাক হত্যার আলামত পাওয়া গেছে পুলিশ এখন বিশ্বাস করছে ইভানাকে হত্যা করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্য ডেইলি মেইল ও ডেইলি মির শুক্রবার এ খবর দিয়েছে। খবর বলা হয়েছে, মামলায় প্রথম যাদের স্বাক্ষী করা হয়েছি তাদের আবারও ডাকবে পুলিশ নতুন করে সাক্ষাৎকার নেয় হবে।

চুয়াডাঙ্গায় ভুয়া মেজর আটক

Image
Himel report  চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৯ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক শাহ জামাল মিন্টু (৩৫) পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে। চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলে বাদশা মিয়াকে মৎস্য অধিদপ্তরে এমএলএসএস ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেয়ার নাম করে শাহ জামাল মিন্টু প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়েছে এবং বৃহস্পতিবার ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৯ লাখ ৩০ হাজার টাকা। তিনি আরও জানান, মিন্টু বিভিন্ন সময়ে চাকরি দেয়ার নাম করে চুয়াড...

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-মেয়ের মৃত্যু

Image
Himel report  ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)। গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, পুকুরে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার কোলে থাকা তিন বছরের শিশু কন্যা জান্নাতুল উর্মিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশু অমি মারা গেছে।

খুলনার মাটি নায়কার ঘাটি।

Image
হিমেল রিপোর্ট ঢাকাই ছবির বেশির ভাগ নায়িকাই বৃহত্তর খুলনা অঞ্চলের। সুচন্দা-ববিতা-চম্পা থেকে শুরু করে শাবনূর-মৌসুমী-পপি-কেয়া, এমনকি হালের পরীমণি-আঁচল-পূজা চেরী—সবাই খুলনা অঞ্চলের! চলচ্চিত্রে খুলনার মেয়েরাই কেন বেশি? উত্তর খুঁজেছেন সুদীপ কুমার দীপ সুচন্দা-ববিতা-চম্পা—ঢাকাই ছবিতে বাগেরহাটের ‘তিন কন্যা’ ষাট-সত্তর-আশি ও নব্বই—এই চারটি দশক চলচ্চিত্রপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। ববিতা তো শুধু দেশে নন, সত্যজিত্ রায়ের ‘অশনি সংকেত’ করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। তিন বোনের এই সফলতার নেপথ্য কারণ শোনালেন ববিতা, ‘আমরা খুব রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। তবে সংস্কৃতি আর শিক্ষা-দীক্ষার দিক থেকে বাবা-চাচারা, বিশেষ করে আমার আম্মা ও চাচিরা ছিলেন উদার। আমার ভাবি সব সময় বোরকা ও হিজাব পরেন, পাশাপাশি ভার্সিটিতেও পড়াশোনা করেছেন। ছোটবেলায় আমাদের কখনো বলা হয়নি যে নাটক বা সিনেমায় অভিনয় করতে হবে। একটু একটু করে যখন বড় হলাম, দেখলাম বাসায় সকালবেলা গানের শিক্ষক, বিকেলবেলায় নাচের শিক্ষক আর সন্ধ্যায় আসেন ছবি আঁকার শিক্ষক। মনে আছে, একদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করেছি। আম্মা কয়েকবার ডাকার ...

বেনাপোলে ৬৫ হাজার ডলারসহ পাচারকারী আটক

Image
Himel report  যশোর বেনাপোলে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ সজিব হোসেন (২৮) নামে এক বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় বেনাপোল একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। সজিব হোসেন শরীয়তপুর জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় বেনাপোল চেকপোস্টের ইকবাল নামে একজন তাকে এই ডলার দেয় বলে জানায় আটক সজিব । বিজিবি জানায়, গোপন খবর ছিল একজন বৈদেশিক মুদ্রা পাচারকারী বিপুল পরিমাণ ডলারের একটি চালান ভারত থেকে পাচার করে এনে ঢাকায় নেয়া হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোল বাজারের একটি পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সজিব নামে এক বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার লাগেজ তল্লাশি করে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকা প্রায় ৫৬ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা মুদ্রা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ফরিদপুরে বাস ও পিকাপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Image
Himel report  ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা থানার ওসি কাজী শাহেদুর রহমান জানান, ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক স্থানে সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যায়। তিনি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ...

মৃত্যুর আগে পরিবার নিয়ে মদ্যপান করে শেষ ইচ্ছা পূরণ!

Image
হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বৃদ্ধ। ৮৭ বছর বয়সী নরবার্ট নামের ওই ব্যক্তি সিকাম স্কেম ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সবার সঙ্গে একবার মদ পান করার শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার ইচ্ছা অনুযায়ী মদ পানের ব্যবস্থাও করা হয়। পরিবারের সবাই একত্রে মদ পান করেন। সেই দৃশ্য আবার ক্যামেরাবন্দিও করা হয়। পরে সেই ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অ্যাপেলটনের বাসি‌ন্দা নরবার্ট স্কেম নিজের এ শেষ ইচ্ছা প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি, স্ত্রী জোয়ানে এবং তিন ছেলে বব, টম ও জন একসঙ্গে মদ পান করছেন। মৃত্যুর আগে জীবনের শেষ মুহূর্তগুলোয় নিজের পরিবারের সঙ্গে বিয়ারে চুমুক দিয়ে কথাবার্তা, হাসি-ঠাট্টায় মগ্ন ছিলেন মৃত্যুপথযাত্রী নরবার্ট।  সূত্র: বিবিসি।

বারহাট্টায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Image
সানাউল হক, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার বড়ি নামক স্থানে সোমবার রাত ৭ টার দিকে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত ও চার জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭টার দিকে বড়ি নামক স্থানে বিপরিত দিক থেকে আগত দ্রুতগামী দুটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার গোপীনাথ নগর গ্রামের শ্যাম চাঁদের ছেলে তণয় সরকার(২১) নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাতকোনা গ্রামের আব্দুল হেলিমের ছেলে মিজান মিয়াকে (২৩) বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় অপর তিন আরোহী আহত হয়। আহতরা হচ্ছে, ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের সুকুমারের ছেলে সুসেন (২০), মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের রতন মিয়ার ছেলে রাজিব (২২), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মোশাররফ (২২) ও মোহনগঞ্জ পৌরসভার শেখ বাড়ী এলাকার বিজয় তালুকদারের ছেলে রকি তালুকদার (২০)। মারাত্মক আহতদের স্থানীয়রা উদ্ধার করে আংশকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল...

শরীরের সঙ্গে গাঁজা বেধে পাচারের সময় আটক ২ নারী

Image
Himel report  বোরকা পরে শরীরের সঙ্গ গাঁজা বেধে অভিনব পন্থা গাঁজা পাচার করতে গিয়ে নারীকে আটক করা হয়েছে হবিগঞ্জের মাধবপুর থানা পুলি সোমবার সন্ধ্যায় মাধবপুর সদ বাসস্ট্যান্ড থেকে তাদের আট করে। আটককৃতরা হলেন পটুয়াখাল জেলার দশমিনা থানার দক্ষি দাশপাড়া গ্রামের শাহিন মিয়া স্ত্রী জ্যোৎস্না বেগম (২০) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্ থানার সাজের চড় গ্রামের মৃ রহিছ উদ্দিনের স্ত্রী সুমি বেগ (১৯)। মাধবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত গোলাম দস্তগীর জানান, গোপ সূত্রে খবর পেয়ে থানার এসআ কামাল হোসেন একদল নার পুলিশ নিয়ে বাসস্ট্যান্ এলাকায় অভিযান চালিয় বোরকা পরিহিত দুই নারীক আটক করে। পরে নারী পুলিশর দুই মহিলাকে তল্লাশি করে বড ফিটিং অবস্থায় জ্যোৎস্ন বেগমের শরীর থেকে ২ কেজ গাঁজা ও সুমি বেগমের ভ্যানেট ব্যাগ থেকে ১ কেজি গাঁজ উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে মামল হয়েছে বলে তিনি জানান।

শেরপুরে বিশাল গাজা গাছ উদ্ধার।

Image
শেরপুর জেলার সদর উপজেলা কামারিয়া ইউনিয়নে আন্ধারিয়া কবীরপুর গ্রামে একটি পানের বরজ থেকে ২ নভেম্বর সোমবার বিকেলে সাড় ৩টার দিকে একটি ১০ ফুট উচ্চত (বিশাল আকৃতির) গাঁজা গা উদ্ধার করেছে শেরপুর সদ থানার পুলিশ। এক গোপন সংবাদের ভিত্তিত সদর থানার অফিসার ইনচার্ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আ মামুন এর নেতৃত্বে উপ-পরিদর্শ (এসআই) মঞ্জুরুল হক ও এএসআ লিটন সঙ্গীয় ফোর্সসহ সদ উপজেলার আন্ধারিয়া কবীরপু গ্রামে অভিযান চালায়। এসম ওই গ্রামের জনৈক মিজান মিয়া পানের বরজের মধ্যস্থল থেক একটি গাঁজা গাছ উদ্ধার কর থানায় নিয়ে যায়। শেরপুর সদর থানার অফিসা ইনচার্জ (ওসি) মোহাম্ম আব্দুল্লাহ আল মামুন গাঁজা গা উদ্ধারের বিষয়টি নিশ্চিত কর জানান, এ ব্যাপারে শেরপুর সদ থানায় একটি মামলা দায়ের কর হয়েছে। সেই সাথে গাঁজা গাছে মালিককে গ্রেফতার চেষ্ট অব্যাহত রয়েছে। Tnx to বার্তাবাজার/ডব্লিওএস

ট্রেন থেকে পড়ে মৃত্যু ভাগলপুরের যুবকের

Image
নিজস্ব সংবাদদাতা  দূরপাল্লার চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান মেন শাখার চুঁচুড়া স্টেশনের কাছে। রেল পুলিশ জানায়, মৃতের নাম রীতেশ কুমার (২০)। তাঁর বাড়ি বিহারের ভাগলপুরের তালগাঁও গ্রামে। ট্রেনের কামরার সামনে বসে ঘুমিয়ে পড়ায় তিনি পড়ে যান বলে রেল তদন্তকারীদের জানিয়েছেন অন্য যাত্রীরা। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতেশ বেঙ্গালুরুতে জোগাড়ের কাজে গিয়েছিলেন। সেখান থেকে ফিরছিলেন। হাওড়া থেকে কবিগুরু এক্সপ্রেস ধরে তিনি আজিমগঞ্জ যাচ্ছিলেন। সেখান থেকে অন্য ট্রেন ধরে তাঁর ভাগলপুর ফেরার কথা ছিল। কবিগুরু-তে সাধারণ কামরার টিকিট কেটে দরজার সামনে বসেছিলেন রীতেশ। ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেললাইনের ধারের বাসিন্দারা ঘটনাটি দেখে রেল পুলিশে খবর দেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়। মৃতের ব্যাগ থেকে ট্রেনের টিকিট এবং কিছু নথি খতিয়ে দেখে তাঁর পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। ভাগলপুর রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। 

অভিনেতা কালা আজিজ মারা গেছেন

Image
হিমেল রিপোর্ট  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার (২৩ নভেম্বর) রাত দশটার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুলনা ২৪ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।  শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, 'এখন আজিজ ভাইয়ের বাসার উদ্দেশ্যে আমরা শিল্পী সমিতির কয়েকজন রওনা করেছি। পরিবারের আপত্তি না থাকলে আগামীকাল শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসিতে উনার জানাজার ব্যবস্থা করবো আমরা। বাংলা সিনেমাতে ভিলেনের সহযোগী হয়ে তাকে কানপড়া দিতে দিতে হয়েছেন ‘ওস্তাদ আজিজ’। এমন অসংখ্য চরিত্রে দেখা গেছে তাকে। দীর্ঘদিন ধরেই কাজ করেছেন চলচ্চিত্রে। সেই সুবাদে ঢাকাই সিনেমার অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে তার।   দীর্ঘদিন ধরে   ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা ঠিক মতো না করতে পারায় তার  শরীরের কিছু অংশে পচন ধরে।

ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে যা বলেন।

Image
রিপোর্ট আব্দুল কাদের।  দুর্নীতিবাজ নেতাদের ‘আগাছা-পরগাছা’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এসব জঞ্জাল পরিষ্কার করতেই টানা সম্মেলন দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানকৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে  এই কথা বলেন

মানিকগঞ্জে নিহত ২ জন আর আহত ১২ অধিক।

Image
আব্দুল কাদের রিপোর্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার মধ্যরাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশের এসআই ইয়ামিন উদ-দৌলা জানান। তিনি বলেন, রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী সাউথ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে খুলনা থেকে মাছ নিয়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও বাসের এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কয়েকজনকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়া জানাতে পারেনি পুলিশ। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন এসআই ইয়ামিন।

একজন রাজীব এর জীবনী

Image
অভিনেতা রাজীব ও দেবী গাফ্ফার বর্ষাকাল চারিদিকে পানি থৈ থৈ। অনেক খানি বিল পার হয়ে, লুঙ্গি মাথায় বেঁধে স্কুলে আসা-যাওয়া চলতে থাকে। রাস্তায় যাওয়ার পথে পিছনে বাচ্চারা, মানুষ বলাবলি করে। পালা বারেক, ঐ যে কাসেমের পালা বারেক। জিদে ব্যথায় বর্ষার বিলের পানিতে মিশে যেতো অসহায় কিশোর বারেকের চোখের পানি। বাবা কাসেম বড়ো ভালো মানুষ। মা হালিমা, যে মার কোন তুলনা নেই। ক্লাস এইট এ উত্তীর্ণ হলো। একাকী জীবনের বোঝা টেনে এতদূর আসা। বন্ধু নেই, ভাইবোন নেই। মা-বাবা যতই ভালো বাসুক মনের মধ্যে তুফান চলতে থাকে, আমি আসলে কার সন্তান? কে আমার মা-বাবা? স্কুলে যাওয়ার পথে, দুমকি বাজারের কাছে এক মহিলা প্রতিদিন দাঁড়িয়ে থাকেন। একই জায়গায় দাঁড়িয়ে অপলকে বারেককে দেখতে থাকেন। সহপাঠী আজম বলে, ঐ যে মহিলা দাঁড়িয়ে প্রতিদিন তোকে দেখে, উনি কে জানিস? বারেক বলে, জানি না তো। কে উনি? আজম বলে, উনিই তোর আসল মা। সাথে সাথে আসমান জমিন এক হয়ে যায়। মাথা ঘুরতে থাকে। স্কুলে না ঢুকে সমস্ত শক্তি দিয়ে বাড়ির দিকে দৌঁড়াতে শুরু করে। মনে মনে বলতে থাকে, আমার মা একজনই আমার অন্য কোন মা নেই। নেই নেই। ঐ মুখ কোনদিন দেখতে চাই না। ততদিনে বারেক নিজের জীবন...

সোনার দর বেড়েছে।

Image
রিপোর্ট আব্দুল কাদের।  আড়াই মাস পর ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে বেড়েছে। এবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে নয়, ডলারের দাম বাড়ার কারণে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামূল হক খান দোলন। বাজুসের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ আউন্স) সবচেয়ে ভালো মানের সোনা ৫৮ হাজার ২৮ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ৫৫ হাজার ৬৯৬ টাকায়। ১৮ ক্যারেট বিক্রি হবে ৫০ হাজার ৬৮০ টাকা। তবে সনাতন পদ্ধতির সোনা আগের ২৯ হাজার ১৬০ টাকা দরেই বিক্রি হবে। শনিবার পর্যন্ত ২২ ক্যারেন্ট সোনা ৫৬ হাজার ৪৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হয়েছে। টানা কয়েকবার বাড়ানোর পর গত ১০ সেপ্টেম্বর সব ধরনের সোনার দর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে কমিয়েছিল বাজুস। দাম বাড়ানোর কারণ ব্যাখা করতে গিয়ে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ...

পিয়াজ নিয়ে বানিজ্যমন্ত্রীর বক্তব্য।

Image
রিপোর্ট : আব্দুল কাদের।   শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই আশা করার কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, “আগামী দশ দিনের মধ্যে দেশি পেঁয়াজ উঠা শুরু হবে। তখন বাজার নিয়ন্ত্রণে আসা শুরু হবে। এছাড়া আশা করছি, ২৯ তারিখের মধ্যে কম করে হলেও ১২ হাজার টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে আসবে।” পেঁয়াজের দাম কমার পর আবারও বাড়ার কথা স্বীকার করে টিপু মুনশি বলেন, সম্প্রতি পেঁয়াজের দাম কমে এলেও পরিবহন ধর্মঘটের কারণে আবার দাম কিছুটা বেড়েছে। “গত চার দিন ধরে ট্রান্সপোর্টের একটা সমস্যা হচ্ছে, ট্রাক পাচ্ছে না। এটাও একটা কারণ। এখন এই খবরটা দেওয়া দরকার যে, আর কয়েকটা দিনের মধ্যে ইম্প্রুভ করবে।” তিনি বলেন, “পেঁয়াজের দাম ওইভাবে নিয়ন্ত্রণে আসছে না, শুক্রবার আবারও পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল (শুক্রবার) উত্তরার বাজার থেকে আমি নিজে কিনেছি ১৪০ টাকা করে দেশি পেঁয়াজটা। এটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম।” পেঁয়াজের দাম কেন কমছে না প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পেঁয়াজের ব্যপারে প্রথম কথা হল, এটা দুইশ টাকার উপরে উঠেছিল। আপনারা জানেন, আমরা সর্বোচ্চ চেষ্ট...

গোসলের ভিডিও ধারণ করে ব্লাকমেইল, প্রতিবাদ করায় বাবা খুন

Image
Himel report  গোপনে ভিডিও ধারণ করে ব্লাকমেইলিংয়ের প্রতিবাদ করায় এবার বখাটের হামলায় প্রাণ গেল বাবার। এ ঘটনা যশোরের উপশহর এলাকায়। এরইমধ্যে অভিযুক্ত বখাটেকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ  মেয়ের গোছলের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইলের চেষ্টা। বাবার প্রতিবাদ; পরিণতিতে বখাটের হামলায় নিহত বাবা। এ ঘটনা যশোর উপশহরের। সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন স্থানীয় আব্দুর রাজ্জাকের মেয়েকে তার গোসলের ভিডিও প্রচারের ভয় দেখিয়ে তিন মাস ধরে কু প্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার দুপুরে এর প্রতিবাদ জানান বাবা আব্দুর রাজ্জাক। এসময় বখাটে হোসেন তার বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজ্জাকের। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত হোসেনকে আটক করে। স্থানীয়রা জানান, হোসেনের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

বরিশালে নারী ওষুধ প্রতিনিধি ঝুলন্ত লাশ উদ্ধার

Image
হিমেল রিপোর্ট  বরিশালের নগরীর শেরেবাংলা সড়কের একটি বাসা থেকে শিমুল বিশ্বাস (২৫) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পরে স্বপন ডাক্তারের বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।মেয়েটি বরিশালের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দ্রোবাংলা কোম্পানির বিক্রয় প্রতিনিধি পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়- ধীরেন বিশ্বাসের মেয়েকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশিরা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন- প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যুবতী নিজের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। কিন্তু কেন বা কী কারণে দিয়েছেন সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Image
Himel report শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে আজ। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। তবে বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবার নির্বাচন করছেন না। খবর দ্য হিন্দুর। ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)-এর সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট (এসএলপিপি)-এর গোটাবায়া রাজাপক্ষের মধ্যে। এর আগে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তের প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। জোর দিয়েছেন দেশের উন্নয়ন ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার ওপর। ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহত হন অন্তত ২৫৮ জন। ওই হামলার ক্ষত এখনও তাড়া করে বেড়ায় লঙ্কানদের। ফলে এবারের নির্বাচনকে ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী কলম্বোসহ পুরো দেশ।

ঝিকরগাছায় স্বামী পরিত্যক্তাকে গাছে বেঁধে নির্যাতন!

Image
Himel report  যশোরের ঝিকরগাছায় ‘বাড়িতে ছাগল যাওয়া’ নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যক্তা এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার রেহেনা পারভীন (৩৪) বুধবার রাতে ঝিকরগাছা থানায় অভিযোগ করেন। এর পরই বিষয়টি জানাজানি হয়। তিনি উপজেলার বায়সা গ্রামের বাসিন্দা। অভিযোগে জানা যায়, ১২ নভেম্বর সকালে রেহেনা পারভীনের একটি ছাগল প্রতিবেশী রফিকুল ইসলামের বাড়িতে যায়। এ নিয়ে রফিকুলের স্ত্রী কমলা খাতুনের সাথে রেহেনা ও তার বোন নূরজাহানের বিবাদ মারপিট হয়। এক পর্যায়ে বেশকয়েকজন ওই স্বামী পরিত্যক্তা রেহেনা পারভীনকে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মরপিট করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রেহেনা পারভীনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসারও চেষ্টা করা হয়। তবে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হওয়ায় মীমাংসা সম্ভব হয়নি। রেহেনা পারভীনের ছোট ভাই এম এম নবী অভিযোগ করে বলেন, আমার আপন বড় ভাই গোলাম মোস্তফার সাথে জমাজমি ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে তারই ইন্ধনে প্রতিব...

মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর বানী।

Image
Himel report  হে আল্লাহ আমাদের কে ইসলাম বুঝে মুসলমান হওয়ার তৌফিক দিন! আমিন। শুক্রবার ৯ জিলহজ্ব ১০ হিজরি সনে হজ্জের সময় আরাফা ময়দানে দুপুরের পর হযরত মুহাম্মদ (স) লক্ষাধিক সাহাবীর সমাবেশে এ ঐতিহাসিক ভাষন দেন হামদ ও সানার পর তিনি বলেন:- হে মানুষ! তোমরা আমার কথা শোনো.এর পর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানিনা! হে মানুষ আল্লাহ বলেন.হে মানবজাতি তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি. যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পার,অতএব শুনে রাখো মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। আরবের ওপর কোনো অনারবের_অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই । তেমনি সাদার উপর কালোর বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই । তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে সবচেয়ে বেশী সম্মান ও মর্যাদার অধিকারী,যে আল্লাহকে ভালবাসে। হে মানুষ ! শুনে রাখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো.জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হলো। হে মানুষ ! শুনে রাখো,অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরই বর্তায় । পিতা তার পুত্রের জন্যে আর পুত্র তার পিতার...

গোয়াল ঘরে মিলল গৃহবধূ ঝুলন্ত লাশ

Image
Himel report  সিরাজগঞ্জের চৌহালীতে এ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। মঙ্গলবার দুপুরে বাঘুটিয় ইউপির হাটাইল চর এলাকা থেক তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জেসমিন খাতুন ওই গ্রামে আহম্মেদ আলী মণ্ডলের স্ত্রী একই উপজেলার হাফানিয় গ্রামের কোরবান আলীর মেয়ে। নিহতের বাবা ও তার স্বজনদে অভিযোগ বেশ কয়েক বছর আগ হেলাল মণ্ডলের ছেলে আহমে মণ্ডলের সঙ্গে জেসমিনের বিয় হয়। তাদের ঘরে দুটি সন্তানে জন্ম হয়। এ অবস্থায় স্বাম আহম্মেদ মণ্ডল পরকিয়ায় জড়িয় পরে। এ নিয়ে স্বামী-স্ত্রী সাথে ঝগড়া-বিবাদ চলতো। সোমবার রাতে জেসমিন বাবা বাড়িতে যাওয়ার জন্য বের হল তার স্বামী তাকে মারপিট কর বাড়িতে নিয়ে যায়। রাত তাকে হত্যা করে ওড়নার সঙ্গ ঝুলিয়ে রেখে স্বামী শ্বশুরবাড়ির লোকজন পালিয় যায়। চৌহালী থানার পরিদর্শ (তদন্ত) হাসিব উল্লাহ জানান শ্বশুরবাড়ির গোয়াল ঘরে থেক জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখ স্থানীয়রা থানায় খবর দেন। খব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদে উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে লাল দা রয়েছে। তবে সে দাগগুল কিসের তা ময়নাতদন্তে রিপোর্টে জানা যাবে। এ ঘটনা হত্যা মামলা দায়েরের প্রস্তুত চলছে।

মালয়েশিয়া দেহব্যবসায় বাংলাদেশি নারীরা! আটক ৪

Image
Himel report  মালয়েশিয়ার আদালতে চার বাংলাদেশি নারীসহ ১৬২ জন নারীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন বাংলাদেশি, ১৫২ জন থাইল্যান্ড এবং ৬ জন কোরিয়া ও লাওসের নাগরিক। বুধবার কুয়ালালামপুরের একটি আদালতের বিচারক হারিদশাম মোহাম্মদ ইয়াসিন এদের ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত কারাদণ্ডের আদেশ দেন। আদালত সূত্র জানায়, গত ৩ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে জালান কিলাং লামার তিনটি নাইট ক্লাবে অ’ভিযান চালিয়ে দেহ ব্যবসার অ’ভিযোগে ১৬২ জনকে গ্রে’ফতার করা হয়। জানা গেছে, মানব পাচার চক্রের কবলে পড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারীরা মালয়েশিয়ায় এসে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে। প্রতিদিন কোনো না কোনো স্থানে পুলিশের অ’ভিযানে ধরা পড়ছে এসব নারী। অনুসন্ধানে জানা গেছে, দেশটির বিভিন্ন সেফ হোমে এ পর্যন্ত আটক রয়েছেন প্রায় ৩৫ থেকে ৪০ বাংলাদেশি নারী। আটককৃত নারীদের কাছ থেকে পাচার কারীদের পরিচয় জানতে জি’জ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে, বেতন না দিয়ে দীর্ঘদিন জিম্মি করে রেখে কাজ করতে বাধ্য করা হয়েছে এমন ১২ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিককে উ’দ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির একটি সবজি ফ্যাক্টরি...

শাকিবকে ছেড়ে ক্যাসিনোতে নিরবের সাথে বুবলি

Image
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। অভিনয় জগতের শুরু  শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে হলেও এবার তাকে ছাড়াই নতুন চলচ্চিত্রে নাম লেখালেন বুবলী। সম্প্রতি এ ব্যাপারে একটি চুক্তিও হয়ে গেছে। আলোচিত নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে দেখা যাবে বুবলীকে। পরিচালকের বরাতে জানা গেছে ছবিটিতে বুবলীর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন অভিনেতা নিরব।’ক্যাসিনো’র গল্প লিখেছেন ফেরারি ফরহাদ। ছবিটি নিয়ে পরিচালক সৈকত নাসিরের সঙ্গে রোববার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন বুবলী ও নিরব। বেশ কিছুদিন আগে বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।’ ২০১৬ সালে নায়িকা হিসেবে সামনে আসেন শবনম বুবলী। তিন বছরে ৯টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার নায়ক শাকিব খান। তাই শাকিবের বাইরে বুবলী অন্য নায়কদের সঙ্গে অভিনয় করুক ভক্তদের কাছে এমন প্রত্যাশা ছিলো দীর্ঘদিনের। সে প্রত্যাশা এবার পূরণ হচ্ছে!

সৌদি আরব থেকে ফিরলেন সুমি

Image
Himel report  সৌদি আরবে নিয়োগকর্তার নির্যাতনের বিবরণ ভিডিওতে তুলে ধরে বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হওয়া বাংলাদেশি সুমি আক্তার দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সোয়া ৭ টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সুমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মকর্তা। বিমানবন্দরে সুমিকে গ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক জহিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তাকে পঞ্চগড়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সুমিকে মা-বাবার কাছে হস্তান্তর করা হবে বলে জানান জহিরুল। এদিকে সুমির দেশে ফেরার খবরে গণমাধ্যমকর্মীরা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী নুরুল ইসলাম ও তাদের দুই সন্তানও। কিন্তু সবাইকে এড়িয়ে টার্মিনাল-১ দিয়ে সুমিকে বের করে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর থেকে। পরে নুরুল ইসলামও সন্তানদের নিয়ে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন। এ মাসের শুরুতে সুমির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেশে ফেরার আকুতি জানান তিনি। ভিডিওত...

অপু বিশ্বাসের সাথেও এমন ঘটনা ঘটেছে

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১৭-২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই কয়েকটি বিশেষ কারণে সমালোচনা তৈরি হয়। পাশাপাশি ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিমকে কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কৃত করায় শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছেন দুই এই অভিনেতা। সম্প্রতি অভিনেতা মোশাররফ করিম পুরস্কার গ্রহণ করবেন না বলে অনুরোধ করেন। পাশাপাশি ফজলুর রহমান বাবুও গণমাধ্যমে কথা বলেছেন। মোশাররফ করিমকে সমর্থন জানিয়ে সোমবার (১১ নভেম্বর) ঢাকাই সিনেমা ঢালিউড কুইন অপু বিশ্বাস একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি জানান, তার সাথেও এমন ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি লিখেন, কয়েকদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা চরিত্রে পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম ও ফজলুর রহমান ভাই। কিন্তু কৌতুক অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। জানতে পারলাম, মোশাররফ করিম ভাই এ পুরস্কার গ্রহণ করবেন না। তিনি আরও লিখেন, এই পরিস্থিতিতে আমার নিজের একটি পুরানো ঘটনা মনে পড়ে গেল। আপনারা সবাই হয়তো জানেন চাষি নজরুল ইসলা...

৯ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত

Image
Himel report  ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর জন্য দেশের ৯ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চট্টগ্রামসহ উপকূলী পাঁচ জেলায় ৬ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। তবে কক্সবাজার থাকবে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেতের আওতার মধ্যে। এসব অঞ্চলের লোকজনকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আব্দুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বুলবুল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এ কারণে ৫-৭ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। যেসব জেলায় ৭ নম্বর বিপদ সংকেত মোংলা ও পায়ার বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৭ নম্বর বিপদ সংকেত আওতায় থাকবে। যেসব জেলায় ৬ নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেদ দেখাতে বলা হয়েছে। উপকূলী জেলা চট্টগ্রাম, নোয়...

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নাকরি’ যেখানে আঘাত হানবে

Image
Himel report     ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে অন্য একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর নাম দেয়া হয়েছে ‘নাকরি’। ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড় ‘নাকরি’ বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। এদিনই শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। এছাড়া চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপর দিয়েও ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় ‘নাকরি’ দক্ষিণ চীন সাগরে তৈরি। আপাতত ধীরে ধীরে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে এগোচ্ছে এই ঝড়। সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে মিয়ানমারের দক্ষিণ অংশে এসে পৌঁছাবে। এরপরই বঙ্গোপসাগরের ওপরে আসবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

ট্রেন দূর্ঘটনা।

Image
Abdul Kader report - বাংলাদেশ সময় রাত ০৩:২০ ঘটিকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৪১ তূর্ণা এক্সপ্রেস ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭২৪ উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ স্টেশন এলাকায় । নিহতের সংখ্যা ১০ ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা ।

আবার আসছে দু’টি ঘূর্ণিঝড়

Image
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশসহ ভারত। তবে এর রেশ কাটতে না কাটতেই আবারো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘পবন’। ভারতের গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। তবে কবে নাগাদ আসবে তা কিছু জানাতে পারেনি আবহাওয়াবিদরা। এছাড়া পবনের পরেই আসার কথা রয়েছে আরেকটি ঘূর্ণিঝড় আমফানের। ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন একটি প্রক্রিয়া চালু করেছে যার দ্বারা বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করেন তারা। প্রয়োজন মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে উদ্ভূত ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠায় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড। গত বেশ কয়েক বছর ধরে এই আটটি দেশের পক্ষে থেকে আটটি করে ভবিষ্যতের সাইক্লোনের নাম জমা করা হয়েছে। সেই ৬৪টি নামের তালিকা থেকেই বেছে নেওয়া হয় ‘ফণী’, ‘তিতলি’, বা ‘আইলা’। বর্তমানে এই তালিকার শেষ স্তম্ভ থেকে নাম বাছা হচ্ছে, ফলে এই অঞ্চলে পরবর্তী সাইক্লোনের নাম হতে চলেছে ‘পবন’। এই নামকরণ করেছে শ্রীলঙ্কা। আমফানের নামকরণ করেছে থাইল্যান্ড। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস