শরীরের সঙ্গে গাঁজা বেধে পাচারের সময় আটক ২ নারী

Himel report 
বোরকা পরে শরীরের সঙ্গ গাঁজা বেধে অভিনব পন্থা গাঁজা পাচার করতে গিয়ে নারীকে আটক করা হয়েছে হবিগঞ্জের মাধবপুর থানা পুলি সোমবার সন্ধ্যায় মাধবপুর সদ বাসস্ট্যান্ড থেকে তাদের আট করে।
আটককৃতরা হলেন পটুয়াখাল জেলার দশমিনা থানার দক্ষি দাশপাড়া গ্রামের শাহিন মিয়া স্ত্রী জ্যোৎস্না বেগম (২০) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্ থানার সাজের চড় গ্রামের মৃ রহিছ উদ্দিনের স্ত্রী সুমি বেগ (১৯)।
মাধবপুর থানার ওসি (ভারপ্রাপ্ত গোলাম দস্তগীর জানান, গোপ সূত্রে খবর পেয়ে থানার এসআ কামাল হোসেন একদল নার পুলিশ নিয়ে বাসস্ট্যান্ এলাকায় অভিযান চালিয় বোরকা পরিহিত দুই নারীক আটক করে। পরে নারী পুলিশর দুই মহিলাকে তল্লাশি করে বড ফিটিং অবস্থায় জ্যোৎস্ন বেগমের শরীর থেকে ২ কেজ গাঁজা ও সুমি বেগমের ভ্যানেট ব্যাগ থেকে ১ কেজি গাঁজ উদ্ধার করে।
এ ব্যাপারে মাদক আইনে মামল হয়েছে বলে তিনি জানান।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’