বরিশালে নারী ওষুধ প্রতিনিধি ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালের নগরীর শেরেবাংলা সড়কের একটি বাসা থেকে শিমুল বিশ্বাস (২৫) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পরে স্বপন ডাক্তারের বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।মেয়েটি বরিশালের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দ্রোবাংলা কোম্পানির বিক্রয় প্রতিনিধি পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়- ধীরেন বিশ্বাসের মেয়েকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশিরা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন- প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যুবতী নিজের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়েছেন। কিন্তু কেন বা কী কারণে দিয়েছেন সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments
Post a Comment
Thank you sir.