শেরপুরে বিশাল গাজা গাছ উদ্ধার।

শেরপুর জেলার সদর উপজেলা কামারিয়া ইউনিয়নে আন্ধারিয়া কবীরপুর গ্রামে একটি পানের বরজ থেকে ২ নভেম্বর সোমবার বিকেলে সাড় ৩টার দিকে একটি ১০ ফুট উচ্চত (বিশাল আকৃতির) গাঁজা গা উদ্ধার করেছে শেরপুর সদ থানার পুলিশ।
এক গোপন সংবাদের ভিত্তিত সদর থানার অফিসার ইনচার্ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আ মামুন এর নেতৃত্বে উপ-পরিদর্শ (এসআই) মঞ্জুরুল হক ও এএসআ লিটন সঙ্গীয় ফোর্সসহ সদ উপজেলার আন্ধারিয়া কবীরপু গ্রামে অভিযান চালায়। এসম ওই গ্রামের জনৈক মিজান মিয়া পানের বরজের মধ্যস্থল থেক একটি গাঁজা গাছ উদ্ধার কর থানায় নিয়ে যায়।
শেরপুর সদর থানার অফিসা ইনচার্জ (ওসি) মোহাম্ম আব্দুল্লাহ আল মামুন গাঁজা গা উদ্ধারের বিষয়টি নিশ্চিত কর জানান, এ ব্যাপারে শেরপুর সদ থানায় একটি মামলা দায়ের কর হয়েছে। সেই সাথে গাঁজা গাছে মালিককে গ্রেফতার চেষ্ট অব্যাহত রয়েছে।

Tnx to বার্তাবাজার/ডব্লিওএস

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’