গণধর্ষণের পর অভিনেত্রীকে ২০তলা থেকে ফেলে হত্যা

Himel report 
২০১৭ সালে মালয়েশিয়ায় ইভান স্মিথ নামে এক অভিনেত্রীক গণধর্ষণ করে বিবস্ত্র অবস্থা ২০তলা থেকে ফেলে হত্যা কর হয়। তখন মনে করা হয়েছিল, তাক হত্যা করা হয়নি, বরং নেশাগ্রস্ অবস্থায় যৌনতায় লিপ্ত হয় নিচে পড়ে নিহত হয়েছে প্রাথমিক তদন্ত শেষে পুলি বিষয়টি নিয়ে আর এগোয়নি।
ইভানা স্মিথ নেদারল্যান্ডে নাগরিক। পুলিশ গুরুত্ব না দিলে হাল ছাড়েনি ইভানার পরিবার তারা মালয়েশিয়ার হাইকোর্ট বিষয়টি তদন্তের দাবি জানায় আদালতের নির্দেশে আবার তদন্ত শুরু করে মালয়েশিয় পুলিশ। এবার তদন্তে তাক হত্যার আলামত পাওয়া গেছে পুলিশ এখন বিশ্বাস করছে ইভানাকে হত্যা করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্য ডেইলি মেইল ও ডেইলি মির শুক্রবার এ খবর দিয়েছে। খবর বলা হয়েছে, মামলায় প্রথম যাদের স্বাক্ষী করা হয়েছি তাদের আবারও ডাকবে পুলিশ নতুন করে সাক্ষাৎকার নেয় হবে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’