বেনাপোলে ৬৫ হাজার ডলারসহ পাচারকারী আটক
যশোর বেনাপোলে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলারসহ সজিব হোসেন (২৮) নামে এক বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় বেনাপোল একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
সজিব হোসেন শরীয়তপুর জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় বেনাপোল চেকপোস্টের ইকবাল নামে একজন তাকে এই ডলার দেয় বলে জানায় আটক সজিব ।
বিজিবি জানায়, গোপন খবর ছিল একজন বৈদেশিক মুদ্রা পাচারকারী বিপুল পরিমাণ ডলারের একটি চালান ভারত থেকে পাচার করে এনে ঢাকায় নেয়া হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোল বাজারের একটি পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সজিব নামে এক বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার লাগেজ তল্লাশি করে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকা প্রায় ৫৬ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা মুদ্রা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় বেনাপোল একটি পরিবহন কাউন্টারের সামনে থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
সজিব হোসেন শরীয়তপুর জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় বেনাপোল চেকপোস্টের ইকবাল নামে একজন তাকে এই ডলার দেয় বলে জানায় আটক সজিব ।
বিজিবি জানায়, গোপন খবর ছিল একজন বৈদেশিক মুদ্রা পাচারকারী বিপুল পরিমাণ ডলারের একটি চালান ভারত থেকে পাচার করে এনে ঢাকায় নেয়া হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোল বাজারের একটি পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে সজিব নামে এক বৈদেশিক মুদ্রা পাচারকারীকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার লাগেজ তল্লাশি করে ৬৫ হাজার ৪০০ আমেরিকান ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকা প্রায় ৫৬ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা মুদ্রা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Comments
Post a Comment
Thank you sir.