ঝিকরগাছায় স্বামী পরিত্যক্তাকে গাছে বেঁধে নির্যাতন!

Himel report 
যশোরের ঝিকরগাছায় ‘বাড়িতে ছাগল যাওয়া’ নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যক্তা এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার রেহেনা পারভীন (৩৪) বুধবার রাতে ঝিকরগাছা থানায় অভিযোগ করেন। এর পরই বিষয়টি জানাজানি হয়। তিনি উপজেলার বায়সা গ্রামের বাসিন্দা।
অভিযোগে জানা যায়, ১২ নভেম্বর সকালে রেহেনা পারভীনের একটি ছাগল প্রতিবেশী রফিকুল ইসলামের বাড়িতে যায়। এ নিয়ে রফিকুলের স্ত্রী কমলা খাতুনের সাথে রেহেনা ও তার বোন নূরজাহানের বিবাদ মারপিট হয়।
এক পর্যায়ে বেশকয়েকজন ওই স্বামী পরিত্যক্তা রেহেনা পারভীনকে একটি গাছের সাথে বেঁধে বেধড়ক মরপিট করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রেহেনা পারভীনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসারও চেষ্টা করা হয়। তবে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ হওয়ায় মীমাংসা সম্ভব হয়নি।
রেহেনা পারভীনের ছোট ভাই এম এম নবী অভিযোগ করে বলেন, আমার আপন বড় ভাই গোলাম মোস্তফার সাথে জমাজমি ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে তারই ইন্ধনে প্রতিবেশীরা তার বোনকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ওসি মোশারফ হোসেন বলেন, বুধবার রাতে তিনি অভিযোগ হাতে পেয়েছেন। নির্যাতনকারীর মধ্যে রেহেনার বড় ভাই ও ভাবীও রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’