শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নাকরি’ যেখানে আঘাত হানবে
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে অন্য একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর নাম দেয়া হয়েছে ‘নাকরি’।
ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড় ‘নাকরি’ বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। এদিনই শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে।
এছাড়া চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপর দিয়েও ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি।
ঘূর্ণিঝড় ‘নাকরি’ দক্ষিণ চীন সাগরে তৈরি। আপাতত ধীরে ধীরে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে এগোচ্ছে এই ঝড়। সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে মিয়ানমারের দক্ষিণ অংশে এসে পৌঁছাবে। এরপরই বঙ্গোপসাগরের ওপরে আসবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

Comments
Post a Comment
Thank you sir.