মৃত্যুর আগে পরিবার নিয়ে মদ্যপান করে শেষ ইচ্ছা পূরণ!
হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বৃদ্ধ। ৮৭ বছর বয়সী নরবার্ট নামের ওই ব্যক্তি সিকাম স্কেম ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সবার সঙ্গে একবার মদ পান করার শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি।
তার ইচ্ছা অনুযায়ী মদ পানের ব্যবস্থাও করা হয়। পরিবারের সবাই একত্রে মদ পান করেন। সেই দৃশ্য আবার ক্যামেরাবন্দিও করা হয়। পরে সেই ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অ্যাপেলটনের বাসিন্দা নরবার্ট স্কেম নিজের এ শেষ ইচ্ছা প্রকাশ করেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি, স্ত্রী জোয়ানে এবং তিন ছেলে বব, টম ও জন একসঙ্গে মদ পান করছেন।
মৃত্যুর আগে জীবনের শেষ মুহূর্তগুলোয় নিজের পরিবারের সঙ্গে বিয়ারে চুমুক দিয়ে কথাবার্তা, হাসি-ঠাট্টায় মগ্ন ছিলেন মৃত্যুপথযাত্রী নরবার্ট।
সূত্র: বিবিসি।

Comments
Post a Comment
Thank you sir.