গোসলের ভিডিও ধারণ করে ব্লাকমেইল, প্রতিবাদ করায় বাবা খুন

Himel report 

গোপনে ভিডিও ধারণ করে ব্লাকমেইলিংয়ের প্রতিবাদ করায় এবার বখাটের হামলায় প্রাণ গেল বাবার। এ ঘটনা যশোরের উপশহর এলাকায়। এরইমধ্যে অভিযুক্ত বখাটেকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ 

মেয়ের গোছলের ভিডিও ধারণ করে ব্ল্যাক মেইলের চেষ্টা। বাবার প্রতিবাদ; পরিণতিতে বখাটের হামলায় নিহত বাবা। এ ঘটনা যশোর উপশহরের।
সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন স্থানীয় আব্দুর রাজ্জাকের মেয়েকে তার গোসলের ভিডিও প্রচারের ভয় দেখিয়ে তিন মাস ধরে কু প্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার দুপুরে এর প্রতিবাদ জানান বাবা আব্দুর রাজ্জাক। এসময় বখাটে হোসেন তার বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজ্জাকের।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত হোসেনকে আটক করে। স্থানীয়রা জানান, হোসেনের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’