ফকিরহাটের এক গৃহবধূ গলায় ফাস দিয়ে আত্মহত্যা করছে।

নিজস্ব রিপোর্ট 


ফকিরহাটের লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে আল আমিন (৩২) নামক তার স্ত্রী (১৮) সকাল ৮ বাজে ৪৫ মিনিটে তার নিজস্ব ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় উড়না দিয়ে নিজেই আত্মহত্যা করছে। তাদের একটা মাত্র  ছেলে  এখনো ভালো ভাবে কথা বলা ও শিখে নি। ফকিরহাট মডেল থানা থেকে পুলিশ আসছে। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে যে কোন কারনে সে আত্মহত্যার শিকার হলো। সংসারে ছিলো না কোনো পারিবারিক সম্পর্ক বিনষ্ট হওয়ার কারণ।            

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’