আবার আসছে দু’টি ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশসহ ভারত। তবে এর রেশ কাটতে না কাটতেই আবারো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘পবন’। ভারতের গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। তবে কবে নাগাদ আসবে তা কিছু জানাতে পারেনি আবহাওয়াবিদরা। এছাড়া পবনের পরেই আসার কথা রয়েছে আরেকটি ঘূর্ণিঝড় আমফানের।
ওয়ার্ল্ড মিটিওরোলজিকাল অর্গানাইজেশন একটি প্রক্রিয়া চালু করেছে যার দ্বারা বিভিন্ন দেশের কাছ থেকে ঝড়ের নামের তালিকা গ্রহণ করেন তারা।
প্রয়োজন মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে উদ্ভূত ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠায় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড।
প্রয়োজন মতো এই সমস্ত তালিকা থেকে বেছে নেওয়া হয় নাম। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে উদ্ভূত ট্রপিক্যাল সাইক্লোনের নামের তালিকা আঞ্চলিক কমিটির কাছে পাঠায় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড।
গত বেশ কয়েক বছর ধরে এই আটটি দেশের পক্ষে থেকে আটটি করে ভবিষ্যতের সাইক্লোনের নাম জমা করা হয়েছে। সেই ৬৪টি নামের তালিকা থেকেই বেছে নেওয়া হয় ‘ফণী’, ‘তিতলি’, বা ‘আইলা’। বর্তমানে এই তালিকার শেষ স্তম্ভ থেকে নাম বাছা হচ্ছে, ফলে এই অঞ্চলে পরবর্তী সাইক্লোনের নাম হতে চলেছে ‘পবন’। এই নামকরণ করেছে শ্রীলঙ্কা। আমফানের নামকরণ করেছে থাইল্যান্ড।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Comments
Post a Comment
Thank you sir.