গোয়াল ঘরে মিলল গৃহবধূ ঝুলন্ত লাশ
সিরাজগঞ্জের চৌহালীতে এ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। মঙ্গলবার দুপুরে বাঘুটিয় ইউপির হাটাইল চর এলাকা থেক তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জেসমিন খাতুন ওই গ্রামে আহম্মেদ আলী মণ্ডলের স্ত্রী একই উপজেলার হাফানিয় গ্রামের কোরবান আলীর মেয়ে।
নিহতের বাবা ও তার স্বজনদে অভিযোগ বেশ কয়েক বছর আগ হেলাল মণ্ডলের ছেলে আহমে মণ্ডলের সঙ্গে জেসমিনের বিয় হয়। তাদের ঘরে দুটি সন্তানে জন্ম হয়। এ অবস্থায় স্বাম আহম্মেদ মণ্ডল পরকিয়ায় জড়িয় পরে। এ নিয়ে স্বামী-স্ত্রী সাথে ঝগড়া-বিবাদ চলতো।
সোমবার রাতে জেসমিন বাবা বাড়িতে যাওয়ার জন্য বের হল তার স্বামী তাকে মারপিট কর বাড়িতে নিয়ে যায়। রাত তাকে হত্যা করে ওড়নার সঙ্গ ঝুলিয়ে রেখে স্বামী শ্বশুরবাড়ির লোকজন পালিয় যায়।
চৌহালী থানার পরিদর্শ (তদন্ত) হাসিব উল্লাহ জানান শ্বশুরবাড়ির গোয়াল ঘরে থেক জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখ স্থানীয়রা থানায় খবর দেন। খব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদে উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে লাল দা রয়েছে। তবে সে দাগগুল কিসের তা ময়নাতদন্তে রিপোর্টে জানা যাবে। এ ঘটনা হত্যা মামলা দায়েরের প্রস্তুত চলছে।
নিহত জেসমিন খাতুন ওই গ্রামে আহম্মেদ আলী মণ্ডলের স্ত্রী একই উপজেলার হাফানিয় গ্রামের কোরবান আলীর মেয়ে।
নিহতের বাবা ও তার স্বজনদে অভিযোগ বেশ কয়েক বছর আগ হেলাল মণ্ডলের ছেলে আহমে মণ্ডলের সঙ্গে জেসমিনের বিয় হয়। তাদের ঘরে দুটি সন্তানে জন্ম হয়। এ অবস্থায় স্বাম আহম্মেদ মণ্ডল পরকিয়ায় জড়িয় পরে। এ নিয়ে স্বামী-স্ত্রী সাথে ঝগড়া-বিবাদ চলতো।
সোমবার রাতে জেসমিন বাবা বাড়িতে যাওয়ার জন্য বের হল তার স্বামী তাকে মারপিট কর বাড়িতে নিয়ে যায়। রাত তাকে হত্যা করে ওড়নার সঙ্গ ঝুলিয়ে রেখে স্বামী শ্বশুরবাড়ির লোকজন পালিয় যায়।
চৌহালী থানার পরিদর্শ (তদন্ত) হাসিব উল্লাহ জানান শ্বশুরবাড়ির গোয়াল ঘরে থেক জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখ স্থানীয়রা থানায় খবর দেন। খব পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদে উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে লাল দা রয়েছে। তবে সে দাগগুল কিসের তা ময়নাতদন্তে রিপোর্টে জানা যাবে। এ ঘটনা হত্যা মামলা দায়েরের প্রস্তুত চলছে।

Comments
Post a Comment
Thank you sir.