Posts

Showing posts from December, 2019

মোবাইলে জেএসসি-পিইসির ফল জানা যাবে যেভাবে

Image
Himel report  জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ। মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করবেন। শিক্ষার্থীরা বেলা ১২টায় নিজ নিজ কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জেএসসি ও জেডিসির ফল জানতে পারবে। মোবাইল থেকে যেভাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফল পাওয়া যাবে- প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল: DPESTUDENT IDYEAR & SEND TO 16222 Example: DPE 1120194142432222 2019 & SEND TO 16222 ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল: EBTSTUDENT IDYear & SEND TO 16222 JSC পরীক্ষার ফল: JSCBOARDROLLYEAR & SEND TO 16222 JDC পরীক্ষার ফল: JDCMADROLLYEAR & SEND TO 16222 ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করে ফল জানা যাবে। এছাড়া www.educationboard...

‘কোন পুলিশ ঘুষ নিলে ইউনিফরম খুলে বাড়ি চলে যেতে হবে’

Image
মাদক সন্ত্রাস চাঁদাবাজ, দুর্নীতি, যৌননির্যাতন, জঙ্গিবাদ ও জুলুমবাজদের রুখতে সোচ্চার প্রশাসন। এরই ধারাবাহিকতায় নরসিংদীতে পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মাদক-উগ্রবাদ সন্ত্রাস মুক্ত সমাজ বিনির্মান শীর্ষক আলোচনা ও বিভিন্ন জনসভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, নরসিংদীতে যোগদানের পর থেকে গত সাড়ে চার মাসে ২৬ জনের বিরুদ্ধে দুর্নীতি এমনকি দুইশ টাকা চাঁদা আদায়ের জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।  নরসিংদীবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক এর বিরুদ্ধে কোন আপস করা হবে না। এতে কোন জনপ্রতিনিধির সম্পৃক্ত পাইলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কোন পুলিশ কর্মকর্তা ঘুষ নেন তাদের ইউনিফরম খুলে বাড়ি চলে যেতে হবে।  তিনি বলেন, নরসিংদীসহ সারা দেশে একটি সমস্যা হচ্ছে মাদক। আর এ মাদকের সাথে সবাই তিনভাবে সম্পৃক্ত থাকেন। কেউ মাদক সেবন করেন, কেউ তৈরি করেন, কেউ আবার মাদক বিক্রি করেন। তারা হোয়াইট কালার, গডফাদার তথা-কথিত বিক্রেতা, অনেককে আটক করে জেলে পাঠানো হয়েছে। আজ অনেকে জামিন পেয়ে গোপনে ব্যবসা চালাচ্ছেন তাদের সাবধ...

বাইক চালিয়ে মক্কার পথে দুই বাংলাদেশি তরুণ, উদ্দেশ্য ওমরা পালন!

Image
বিমান কিংবা জাহাজ নয়, মোটরসাইকেল চালিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের দুই তরুণ বাইকার! তারা ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে গেছেন। দীর্ঘ দুই মাস মোটরসাইকেল চালিয়ে তাঁরা সৌদি আরব পৌঁছাবেন। এরপর পবিত্র ওমরা পালন শেষে আবার দেশের উদ্দেশ্যে রওনা করবেন। এই দুই তরুণের নাম আবু সাঈদ ও মাসদাক চৌধুরী। ছোটবেলা থেকেই তাঁদের ঘুরে বেড়ানোর নেশা। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোতে তাদের প্রথম পছন্দ স্থলপথ। ফেনীর ছেলে সাঈদ ও চট্টগ্রামের ছেলে মাসদাক দুজনই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। গত ৫ ডিসেম্বর তাঁরা বাংলাদেশ থেকে পুণ্যভূমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রাপথে ভারত-পাকিস্তান হয়ে এরপর ইরান-দুবাই অতিক্রম করে তাঁরা সৌদি আরবে পৌঁছাবেন। আবু সাঈদ জানান, বাংলাদেশের বেনাপোল বর্ডার দিয়ে তাঁরা দেশত্যাগ করেছেন। এরপর ভারতের কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব হয়ে ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে প্রবেশ করেছেন। বর্তমানে ‘ওভারল্যান্ড মুসাফির’ নামের দুইজনের এই দলটি পাকিস্তানের লাহোর পেরিয়ে করাচিতে অবস্থান করছেন। এরপর তারা বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তান-ইরান সীমান্ত এলাকা তাফতান বর...

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ, রিমাণ্ডে সেই তরুণ

Image
Himel report  দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করার অভিযোগে শেখ রাসেল (২০) নামে এক তরুণকে রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে ওই তরুণকে আদালতে হাজির করে তেজগাঁও থানার পুলিশ। শুনানি শেষে দুদিন রিমান্ডে নিয়ে শেখ রাসেলকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। বিনা অনুমতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই তরুণের প্রবেশের রহস্য জানতে তাকে রিমান্ডে নেয়া হয়েছে বলে শনিবার (২৮ ডিসেম্বর) জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফারুক খান। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দেয়াল টপকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মতো সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে শেখ রাসেলকে আটক করে নিরাপত্তা রক্ষীরা। এর পর তাকে পুলিশে দিলে বিনাঅনুমতিতে সংরক্ষিত এলাকায় প্রবেশের দায়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন তেজগাঁও থানার পুলিশ। ২৬ ডিসেম্বর তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন। জানা গেছে, ওই তরুণের নাম শেখ রাসেল (২০)। তিনি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামের...

উচ্চ মাধ্যমিক পাসে চাকরি হবে বিমানবাহিনীতে

Image
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। ‘অফিসার ক্যাডার-৮৩ বিএএফএ ক্যাডেট পদে নিয়োগ দেয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। পদের নাম অফিসার ক্যাডার-৮৩ বিএএফএ ক্যাডেট শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম গ্রেড ‘এ’ থাকতে হবে। সব পদে আবেদনের জন্য ২৬ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৬ বছর ছয় মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিকভাবে ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বেতন স্কেল প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০ টাকা। এ ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডে...

সাভারে ছাগলভর্তি ট্রাক পুকুরে, নিহত ২

Image
Himel report  সাভারে ছাগল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যাওয়ার ঘটনায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাকের হেলপার হাসান মিয়া ও ছাগলের বেপারী জাকারিয়া হোসেন। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ট্রাক ভর্তি ছাগলগুলো মারা যায়। আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জয়পুরহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকচালক বেঁচে গেলেও নিহত হয় ছাগল বেপারী ও ট্রাকের হেলপার। এ সময় ট্রাকে থাকা ২১০টি ছাগলের সবগুলো মারা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার এএসআই শরীফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা ...

নয়া বাইক নিয়ে হাজির সুজুকি, দাম শুনলে চমকে যাবেন

Image
 হিমেল রিপোর্ট  ভারতে লঞ্চ হল ২০২০ সুজুকি হায়াবুসা (Suzuki Hayabusa)। গত শুক্রবার ভারতে এই মোটরসাইকেল লঞ্চ করেছে জাপানের কোম্পানিটি। দুটি নতুন রঙে পাওয়া যাচ্ছে এই মোটরসাইকেল। BS6 ইঞ্জিন সহ লঞ্চ হবে Suzuki Hayabusa। সুজুকি জানিয়েছে ভারতে সীমিত সংখ্যায় এই মোটরসাইকেল বিক্রি হবে। বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ১৬ লাখ টাকা Suzuki Hayabusa মোটরসাইকেলে থাকছে একটি 1,340cc চার সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 197 bhp শক্তি আর 155 Nm টর্ক পাওয়া যাবে। ২০১৭ সাল থেকে ভারতেই এই মোটরসাইকেল তৈরি করছে জাপানের কোম্পানিটি। মাত্র 2.74 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে নতুন বাইকটি। কোম্পানি জানিয়েছে সর্বোচ্চ 299 কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে এই মোটরসাইকেল।

২০২০ সালের ১লা জানুয়ারি বৈধতা পেল গাঁজা!

Image
অনলাইন ডেস্ক আর মাত্র পাঁচ দিন পরেই আসতে চলেছে ইংরেজি নতুন বছর। বছরের প্রথম দিন একটি শুভ কাজ দিয়ে শুরু করার রীতি রয়েছে কিছু দেশের সংস্কৃতিতে। তাই বলে অন্যতম মাদক গাঁজা সেবন করে বছরের প্রথম দিন শুরু করার কথা একেবারেই অকল্পনীয়। তবে এমন পরিকল্পনাই নিয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য। বছরের প্রথম দিনে গাঁজাকে বৈধতা দিয়েছে এ রাজ্যের কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আসছে ২০২০ সালের প্রথম দিনে ২১ বছর কিংবা তার ঊর্ধ্বের ব্যক্তিরা নির্ধারিত মাত্রায় গাঁজা পণ্য কিনতে পারবেন। এ দিনটিতে লাইসেন্সপ্রাপ্ত দোকানে গাঁজা বিক্রি করা যাবে। ওসব দোকান থেকে একজন প্রাপ্তবয়স্ক সর্বোচ্চ ৩০ গ্রাম ফুল আকারের গাঁজা অথবা ৫ গ্রাম প্রক্রিয়াজাত করা গাঁজা বৈধভাবে কিনতে পারবেন। তবে গাঁজা বিক্রিতে লাইসেন্স নেই এমন দোকানে এটি পাওয়া গেলে আর ২১ বছরের নিচে কাউকে এটি কিনতে দেখা গেলে তাকে আইনের আওতায় নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এই সরকারি বার্তায় ইলিনয়ের শিকাগো শহরে গাঁজা কেনা-বেচা উপলক্ষে এরই মধ্যে উৎসবের মতো ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে। এমনকি অনলাইনেও বুকিং দিচ্ছেন অনেকে। এ বিষয়ে শিকাগোর এক দোক...

উত্তরে আতিকুল, দক্ষিণে তাপস ও হাজী সেলিমের মনোনয়নপত্র সংগ্রহ

Image
ঢাকা অফিস ॥ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই তিনজনের পক্ষের লোকজন। ঢাকা উত্তরে মেয়র আতিকুল ইসলামের পক্ষে তার রাজনৈতিক সচিব সাইফুদ্দিন ইমন আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। আর ঢাকা দক্ষিণে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নের জন্য আবেদনপত্র নিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ফরম সংগ্রহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব এম এ রশিদের পক্ষে মো. সামছুজ্জামান বাবুল। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শে...

ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ -

Image
সাদিয়া  ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষে একই পরিবারের চার জনসহ ৫জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার  বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক রাজশাহী জেলার বাঘা উপজেলার সরের ঘাট এলাকার দবির মোল্লার ছেলে জালাল উদ্দিন (৩২), একই এলাকার মেজবা উদ্দিন (৩০), তার মা মাহামুদা খাতুন (৫৬), স্ত্রী রুনা বেগম (২৬), এবং ছেলে রুজবী (৭ মাস)। ভেড়ামারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, মেজবা উদ্দিন তার পরিবার নিয়ে ঝিনাইদহের শশুরবাড়ী থেকে সিএনজি যোগে রাজশাহী ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়মারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জালাল উদ্দিন ও রুনা বেগম মারা যায়। এসময় রুনা বেগমের স্বামী মেজবা, ছেলে রুজবী ও মেজবা’র মা মাহামুদা খাতুন গুরুত্বর আহত হয়। পরে আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজবীকে মৃত ঘোষণা করেন। আহত  মেজব...

“আপনি বড় চাঁদাবাজ” : শাজাহান খানকে নানক

Image
খুলনা ২৪ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রথম সভায়ই বচসায় জড়ালেন দুই প্রভাবশালী নেতা। প্রেসিডিয়ামে নতুন অভিষিক্ত হওয়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে চাঁদাবাজ বলে মন্তব্য করেন আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। ২১ তম সম্মেলনে আংশিক কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে প্রেসিডিয়ামের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার একপর্যায়ে কমিটি গঠন নিয়ে শুরু হয় আলোচনা। কমিটিতে সাবেক শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমানকে রাখার বিষয়ে মতামত চাওয়া হয়। এতেই গোল বাধে। নতুন প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলে ওঠেন, হাবিবুর রহমান চাঁদাবাজ লোক। তাকে কমিটিতে না রাখাই ভালো। এ সময় শাজাহান খানকে চ্যালেঞ্জ করেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, হাবিবুর রহমান কোথায় চাঁদাবাজি করল? তিনি যদি চাঁদাবাজ হন, তা হলে শ্রমিক রাজনীতির সঙ্গে যারা যুক্ত সবাই চাঁদাবাজ। আপনি বড় চাঁদাবাজ। আপনি পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করছেন। শাজাহান খানও জবাব দিতে থাকেন। এর পর দুজনকেই থামিয়ে দেন দলীয় সভাপতি ও ...

সুখবর পেলেন খালেদা জিয়ার সেই ‘স্কুটি সঙ্গী’ ডালিয়া

Image
Sadiya report কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার তিন মাস পর গতকাল রাতে ৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ হিসেবে পরিচিত সেই খন্দকার ডালিয়া রহমান সহসাধারণ সম্পাদকের পদ পেয়েছেন। ছাত্রদলের কাউন্সিল ঘিরে আলোচনায় থাকা ডালিয়া রহমান সংগঠনটির সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথাও গেলে তার গাড়িবহরের সঙ্গে স্কুটি নিয়ে থাকতেন ডালিয়া। তিনি খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত। ডালিয়া ছাত্রদলের সবশেষ কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সহসম্পাদক পদে ছিলেন। এরও আগে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম করেছেন। ইউনিভার্সিটি অব লন্ডনের আওতায় তিনি এলএলবি অনার্স করছেন। ডালিয়ার ফেসবুকে দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের বেশ কিছু ছবিও পাওয়া গেছে। এ...

আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া অফিসের ভয়াবহ দুঃসংবাদ!

Image
Himel report  তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢাকা চারদিক। সূর্যের দেখা নেই গত দুই দিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতোমধ্য তীব্র শীতে বিপর্যয় নেমে এসেছে নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের জীবনে। সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে শিশু ও ছিন্নমূল মানুষেরা। রাজধানীবাসী এই শীতে যতটা কাতর, তারচেয়ে ঢের বেশি বিপর্যয়ে উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মানুষেরা। এসব এলাকায় তাপমাত্রা রাজধানীর তুলনায় বেশি কমেছে চার থেকে ৭ ডিগ্রি পর্যন্ত। আজ (২১ ডিসেম্বর) সারাদিন শীতের প্রকোপ অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমতে হ্রাস পাবে। আবহাওয়াবিদ আশরাফুল আলম বলেন, ‘আজ ২১ ডিসেম্বর তাপমাত্রা আরও কমবে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৬/৭ ডিগ্রি সেলসিয়াস। এখন রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই এলাকা আরও বিস্তৃতি ঘটতে পারে। ঢাকার তাপমাত্রা আর...

গ্রাম পুলিশের চাকরি সরকারিকরণের নির্দেশ

Image
স্টাফ রিপোর্টার : গ্রাম পুলিশের চাকরি সরকারিকরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চতুর্থ শ্রেণির স্কেলের সমমর্যাদায় তাদের বেতন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ (রবিবার) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ের ফলে দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ বাড়তি সুযোগ-সুবিধা পাবেন।

নষ্ট মোবাইল সেট জমা দিলেই পাবেন টাকা!

Image
প্রয়োজনের তাগিদেই মোবাইল ফোন ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। তাছাড়া আজকাল মোবাইল ফোন ছাড়া নিজেকে চিন্তা করাও কঠিন। তবে ব্যবহার করতে গিয়ে অনেক সময়ই মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। এসব নষ্ট মোবাইল ফোন কম দামে বিক্রি বা ফেলে দেয়া ছাড়া আর কোনো কাজেই আসে না। তবে এবার সবার জন্য সুখবর নিয়ে এলো মোবাইল ফোন আমদানিকারকরা। কারণ, নষ্ট মোবাইল ফোন জমা দিয়ে টাকা পাওয়ার উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশের মোবাইল ফোন আমদানিকারকরা। বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন, নষ্ট মোবাইল ফোন ফেরত দিলে যাতে ফোনের মালিক কিছু টাকা পায়, সে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলছেন, একটি মোবাইল ফোন সেট গড়ে তিন বছরের বেশি ব্যবহার করা যায় না। ফলে তিন বছর পরে এটি ইলেকট্রনিক বর্জ্যে পরিণত হয়। বাংলাদেশের ১০০ শপিং মলে আমাদের বুথ থাকবে, যেখানে নষ্ট মোবাইল ফোন ফেরত দিয়ে টাকা পাওয়া যাবে। খুব শিগগিরই এ ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলে জানান তিনি। প্রথম দফায় ঢাকার পাঁচ থেকে ১০টি শপিং মলে এ উদ্যোগ কার্যকর করা হবে। এরপর পুরো বাংলাদেশে সেটি চালু হবে বলে তিনি উল্লেখ করেন। তবে কত টাকা দেয়া হব...

‘৯ মাস যুদ্ধ করে এখন আমি ‘রাজাকার’, এ লজ্জা রাখবো কোথায়?’

Image
ঢাকা : গোলাম আরিফ টিপু একজন বাংলাদেশি আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক হিসেবে পরিচিত। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন এই ব্যক্তিত্ব মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহীতে এই টিপুর নেতৃত্বেই বায়ান্নর ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য সরকার চলতি বছর (২০১৯) তাকে একুশে পদক প্রদান করে। কিন্তু সরকারের করা ‘রাজাকারের’ তালিকায় উঠেছে সেই সেই গোলাম আরিফ টিপুর নাম। এ নিয়ে সারা দেশে যখন প্রবল সমালোচনা আর নিন্দার ঝড় বইছে তখন বিশিষ্ট এই আইনজীবী ও মুক্তিযোদ্ধা নিজেও বিষয়টি নিয়ে দারুণ মর্মাহত। স্বাধীনতার সুদীর্ঘ ৪৮ বছর পর গেল রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একাত্তরের রাজাকার ও মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেখানে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করা হয়। আর তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা দেখানো হয় অনুর্ধ্ব ২ লাখ ১০ হাজার। এরপরই রাজশাহী ব...

ছোট পোশাক পরা মেয়েদের মেরে ফেলা উচিত: ভারতীয় পুলিশ কর্মকর্তা

Image
ভারতের নয়াদিল্লির গুরুগ্রাম শহরের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ছোট পোশাক পরে রাস্তায় বের হওয়া মেয়েদের মেরে ফেলা উচিত। খবর ভারতীয় গণমাধ্যম আজকালের। তিনি বলেন, বাবা-মারা এসব মেয়েকে মেরে ফেলুন কিংবা অন্যদেরকে তাদের মেরে ফেলার দায়িত্ব দিন। আমার বিশ্বাস মেয়েদের ইচ্ছাতেই ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা ঘটে। কোনও পুরুষই রাক্ষস নয় উল্লেখ করে তিনি বলেন, ছোট পোশাক পরা মেয়েদের বাবা-মারা সঠিক শিক্ষা দিতে পারেননি। কী ধরনের পোশাক পরতে হবে সেটিও শেখাননি। এসব মেয়ের পড়াশুনা, খাওয়া, ঘুমের নির্দিষ্ট কোনও সময় নেই। অপরাধকে তারাই ডেকে নিয়ে আসেন। পরে তারা বলেন পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে। এই পুলিশ কর্মকর্তা বলেন, এই ধরনের ঘটনা দেখলে হাততালি দিতে ইচ্ছে করে। পরিস্থিতি খুব খারাপ। আমরা ঠাণ্ডা মাথায় কাজ করতে চাই। অথচ এসব মেয়ে প্রচণ্ড উগ্র। ‌কিছুদিন আগে আমি হুদা সিটি সেন্টারে এক মেয়ের পোশাক দেখে চমকে যাই। তার কোমরের নিচে কোনও পোশাক ছিল না। ওপরের পোশাকটি ছিল ছেড়া। এই মেয়ের বুকে দুটো ট্যাটু ছিল জানিয়ে তিনি বলেন, এগুলো কী ধরনের পোশাক?‌ তার বুক দেখা যাচ্ছিল। এই ধরনের মেয়েকে পরিবারের সদস্যদেরই মেরে ফেলা উচিত।‌

দিনাজপুরে একসঙ্গে ২০ জোড়া এতিম যুবক-যুবতীর বিয়ে

Image
দিনাজপুরের বীরগঞ্জে ২০ জোড়া দরিদ্র ও এতিম যুবক-যুবতীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়েতে নব দম্পতিদের নতুন পরিবার সাজাতে দেয়া হয়েছে প্রয়োজনীয় আসবাব ও সাংসারিক জিনিসপত্রও। যৌতুকের কু-প্রভাব এবং ধর্মীয়ভাবে যৌতুক দেয়া-নেয়ার নিষেধাজ্ঞার বিষয়টি প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জের বটতলী ফয়জিয়া মদিনাতুল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগে থেকে সাজিয়ে রাখা মাঠে আনন্দ ঘন মুহূর্তে মানুষ আসেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। বিকেলে ২০ জোড়া বর ও কনে সাজিয়ে আনা হয় অনুষ্ঠান স্থলে। এ সময় তাদের বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী। আগামীর দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় তাদের জন্য দোয়া কামনা করা হয়। পরে নব দম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, হাড়ি পাতিলসহ প্রয়োজনীয় জিনিস তুলে দেয়া হয়। আয়োজকরা জানান, এসব বর-কনে এতিম হতদরিদ্র। তাদের ছেলে-মেয়ের বিয়ে দেয়ার সামর্থ্য নেই বললেই চলে। আর তাই বিয়ের এমন আয়োজন করা হয়। উদ্দেশ্য কনেকে যোগ্য পাত্রের হাতে তুলে দেয়া এবং একই সঙ্গে যৌতুকের ধর্...

লাশের গন্ধে দুই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত

Image
Himel report  মাদারীপুরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে সদর হাসপাতালের ময়নাতদন্ত কেন্দ্র হওয়ায় লাশের দুর্গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। পচা কিংবা অর্ধগলিত লাশ এনে বাহিরে রাখায় তা বাতাসের সাথে দুর্গন্ধে, রোগ জীবানুতে আক্রান্ত হচ্ছে কোমলমতি শিশুরা। শিক্ষকদের অভিযোগ, এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নিচ্ছে না কেউ। তবে জেলার স্বাস্থ্য বিভাগ বলছে, ময়নাতদন্ত কেন্দ্রটি আধুনিকায়ন করা হলে এ সমস্যা থেকে মুক্তি পাবে শিক্ষার্থীরা। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত মাদারীপুরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ শিক্ষার্থী লেখাপড়া করে। বিদ্যালয়টির কোলঘেঁষে গড়ে উঠেছে জেলা সদর হাসপাতালের ময়নাতদন্ত কেন্দ্র। এ ময়নাতদন্ত কেন্দ্রের বাহিরে পুলিশের উদ্ধার করা পচা, অর্ধগলিত লাশ রাখা হয় ঘণ্টার পর ঘণ্টা। এসব লাশের দুর্গন্ধে শিক্ষার্থীদের ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, অপরদিকে রোগজীবাণু ছড়াচ্ছে তাদের মাঝে। তারা বলেন, আমরা খুব ভয় পাই। লাশের গন্ধে ক্লাস করতে পারি না। অনেকে ভয়ে কান্নাকাটি করে সেই শব্দে আমাদের ক্লাস করতে সমস্যা হয়। একই অবস্থা ২০০৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর নার্স...

ছদ্মবেশে কলকাতা শহর ঘুরলেন টলিউড সুপারস্টার জিৎ

Image
Himel report  ছদ্মবেশে কলকাতা শহর ঘুরলেন টলিউড সুপারস্টার জিৎ। কলকাতা মেট্রোয় চড়ে ঘুরে বেড়ালেন তিনি। ঘুণাক্ষরেও সাধারণ মানুষ বুঝতে পারলেন না পাশে বসে থাকা লোকটি টালিউডের বস! সাধারণ মানুষের মধ্যে হেঁটেছেন, দাঁড়িয়েছেন, খবরের কাগজ পড়েছেন, মেট্রো চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন এই নায়ক। কলকাতা শহরের এসপ্লানেড থেকে মেট্রোয় চড়েন জিৎ, নামেন রবীন্দ্রসরোবরে। কেউ চিনতে পারলেন কি? আসলে গ্ল্যামারাস লুক ছেড়ে লম্বা চুল-দাঁড়িতে তাকে দেখতে অভ্যস্ত নয় আমজনতা। তা বলে সামনে এসে দাঁড়ালেও চিনতে পারবেন না! এ বোধহয় নিজেও আশা করেননি জিৎ! কেন এমনটা করলেন জিৎ? জানালেন, পুরোটাই পরিকল্পিত! তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘অসুর’-এর প্রমোশনের জন্য। পাভেলের পরিচালনায় ‘অসুর’ ছবিতে এভাবেই দেখা যাবে জিৎকে। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। ছবিতে জিতের চরিত্রের নাম কিগান, নুসরাত অদিতি এবং আবির ।

ছেলের ‘লেজ’ দেখে হনুমান দেবতা দাবি!

Image
Himel report  ‘লেজ’ গজিয়েছে ৬ বছরের ছেলের! আর তাই দেখে সকলে বলছে হনুমান দেবতা! কিন্তু মা-বাবা কি বলছেন? শিভাম কুমার নামের এই ছেলে পিঠের শেষ প্রান্তে অতিরিক্ত লোম নিয়ে জন্ম গ্রহণ করে। বিষয়টি নিয়ে শুরু থেকেই দারুণ বিপাকে ছিলেন শিভামের বাবা-মা। আর সে কারণেই জামার ভেতর লুকিয়ে রাখতেন ছেলের এই চুলের মত বড় হয়ে ওঠা লোম। কিন্তু যতই লুকিয়ে রাখুক, এখানের লোম বেশ দ্রুত বড় হবার সুবাদে সকলেই জেনে যায়। আর তখন থেকেই ‘হনুমান দেবতা’ খেতাব অর্জন করে শিভাম। ভারতের দিল্লিতে তার প্রতিবেশীরা মনে করেন ‘হনুমান দেবতা’ পুনর্জন্ম লাভ করেছেন। সে কারণেই তাকে সবাই চকলেট বা চিপস কিনে দেয় প্রতিনিয়ত। কেউ কেউ দূরদূরান্ত থেকে আসে ফুল বা অন্যান্য উপহার নিয়ে। ‘হনুমান দেবতার’ সেবায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেন সবাই। সবাই শিভামকে ‘হনুমান দেবতা’ ভেবে খুশি হলেও বিষয়টি নিয়ে বিপাকে আছেন তার মা-বাবা। প্রথম এই সমস্যা নজরে আসার পর বেশ ভড়কে যান শিভামের মা রিনা এবং ডাক্তার। কিন্তু লোমগুলো কাটার প্রসঙ্গ এলে আরও বেশি ভয় পেয়ে যান শিভামের মা। তিনি বলেন, এগুলো কাটা যাবে না। কাটলে আমাদের পরিবারের ওপর অশুভ প্রভাব আসবে। শিভামের পরি...

১৫ ডিসেম্বর আসছে ১০ ও ৫০ টাকার নতুন নোট

Image
হিমেল রিপোর্ট  অর্থনৈতিক রিপোর্টার ॥ ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে আসবে আগামী ১৫ ডিসেম্বর (রোববার)। ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংকনোট দু’টির রংয়ের মধ্যে ক্ষীণ সংশ্লেষ থাকায় ৫০ টাকার নতুন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ১০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংকনোট দু’টির রংয়ের মধ্যে ক্ষীণ সংশ্লেষ থাকায় জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রংয়ে বঙ্গবন্ধুর ছবি ও গর্ভনর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত ৫০ টাকা মূল্যমান ব্যাংকনোট মুদ্রণ করা হয়েছে। নতুন নোট ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এতে আরও বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংকনোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে। লালচে কমলা রং ছাড়া প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রংয়ে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের...

‘ঈগলের’ ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

Image
Himel  পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মুসল্লীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবু জাফর (৬৫) ও একই গ্রামের অটোরিকশাচালক বেলাল হোসেন (৩৫)। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের একটি বাস মুসল্লীবাড়ি এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৩ জন নিহত ও দু’জন আহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে বাসটিকে জব্দ করে ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে বাসটির চালক ও হেলপার কাউকেই আটক করতে পারেনি পুলিশ। অন্যদিকে, আহত দু’জনকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা।

Image
সোহরাব হোসেন/জাহাঙ্গীর আলম মুন্সীগঞ্জ শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে জেলে খালী গাজীপাড়া স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে স্বামী আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ৭ ডিম্বেম্বর দিবাগত গভীর রাত্রে কোন এক সময় মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের গাজীপাড়া নামক স্থানে মৃত্যু সোহারাব গাজীর পুত্র মান্নান গাজী (৪৭) তার স্ত্রী সোনা বিবি (৪০) কে বাড়ীর পার্শ্ববর্তী ঈদগাঁহ মাঠে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পাশের রেনটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল কাগুচী প্রাথমিক ভাবে জানিয়েছেন। সোনা বিবি শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সিরাজুল ইসলামের কন্যা এবং মান্নান গাজীর ২য় স্ত্রী। ১ম স্ত্রীর পিতার বাড়ি যশোরে সে মান্নান গাজীকে ডিফোস দেওয়ায় সোনা বিবিকে বিয়ে করেছিল মান্নান। তাদের সংসারে ২ পুত্র সাইফুল ইসলাম (৯), আশরাফুল ইসলাম (৭), ইউপি সদস্য জলিল ও গ্রামবাসী জানান মান্নান গাজী জীবন জীবিকা নির্বাহের তাগেদায় তার শশুরবাড়ি কালিঞ্চীতে থাকতেন। মাত্র ৩ দিন আগে জেলেখালী গাজী বাড়ি নিজ বাড়িতে আসে। শ্যামনগর থানার ওসি তদন্ত মোঃ ইয়াছিন...

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের মাঝে নতুন মোটর সাইকেল প্রদান

Image
Himel report  বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে ও নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের জন্য সরকারের ২০২১ রূপকল্প অর্জনের লক্ষে দেশের বিভিন্ন জেলার মত ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্টের মাঝে নতুন ৬টি মোটর সাইকেল প্রদান করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী জানান, জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)এর নির্দেশ মোতাবেক রোববার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস্ মাঠে জেলার ৬ জন ট্রাফিক সার্জেন্টের মাঝে মোটর সাইকেল প্রদান করা হয়। তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলাকে যানজট মুক্ত ও দূর্ঘটনা রোধে নতুন এই যানবাহন অগ্রনী ভ’মিকা রাখবে। যাতে করে জেলার ট্রাফিক সেবা অতি সহজে সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌছে দিতে পারে।

পিরোজপুরে গরীব মেধাবী ছাত্রীদের ই-বাইক বিতরণ

Image
পিরোজপুরে গরীব, অসহায় ও মেধাবী ছাত্রীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে ই-বাইক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর মহিলা পরিষদ ও সুফিয়া কামাল নারী সংঘের যৌথ আয়োজনে শুভারম্ভ নামের একটি প্রকল্পের আওতায় ১৩ জন সুবিধাভোগীকে একটি করে ই-বাইক বিতরণ করা হয়।  কাজী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।  এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিকা মন্ডল, সুফিয়া কামাল নারী সংঘের জেলা শাখার সভাপতি রাশিদা বেগম এবং সুবিধাভোগীরা। 

র‍্যাবের প্রশিক্ষণ নিলেন রিয়াজ-সিয়াম-রোশান

Image
HR Tazu / Bagerhat ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনের ছবি ‘অপারেশন সুন্দরবন’-এর উপজীব্য র‍্যাবের লোহমর্ষক অভিযান এবং সুন্দরবনে বনদস্যু শুদ্ধি অভিযান। আর ওই ছবিতে র‍্যাব কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ-রোশান-সিয়াম। স্ক্রিনে যথাযথভাবে নিজেদের ফুটিয়ে তুলতে আগে থেকেই র‍্যাবের বিভিন্ন প্রশিক্ষণ নিলেন এ তিন চিত্রতারকা। চিত্রনায়ক সিয়াম আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, প্র্যাকটিস এবং এডুকেশনাল দুই ধরণের প্রশিক্ষণ নিয়েছি। তিনি বলেন, ফিল্ডিং, বন্দুক সাথে থাকলে কীভাবে স্যালুট দিতে হয়, বন্দুক না থাকলে কীভাবে স্যালুট দিতে হয়, অপারেশনে রেড দেওয়া, ক্রাইম ইনভেস্টিগেশন, ফরেনসি- এগুলোর উপর প্রশিক্ষণ নিয়েছি। তাৎক্ষনিক আত্মরক্ষার উপায়সহ অপারেশনে গিয়ে ১৪টি বন্দুক চালানো ব্যবহার জেনেছি। সবমিলিয়ে চরিত্রের জন্য এটা আমার কাছে এক অদ্ভুদ অভিজ্ঞতা হয়েছে। নির্মাতা দীপন চ্যানেল আই অনলাইনকে জানান, গাজীপুর র‍্যাব প্রশিক্ষণ কেন্দ্রে ১৪-১৬ নভেম্বর তিনদিন প্রশিক্ষণ নিয়েছেন রিয়াজ, সিয়াম, রোশান। র‍্যাবে যোগদানের শুরুতে যে বেসিক প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরও একই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পোশাক, বুট...

৫ দিনের সন্তান সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছেন মা

Image
Himel report  অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে শারীরিক অসুস্থতা। চিকিৎসকের বারণ সত্ত্বেও নিজের পাঁচ দিনের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে এবার অনার্স পরীক্ষা দিচ্ছেন সাতক্ষীরার দেবহাটার কাজিমহল্লা গ্রামের আশুরা আক্তার পিংকি। পিংকি ওই গ্রামের শেখ রাজু আহমেদের মেয়ে ও একই উপজেলার কোড়া গ্রামের মাসুদ হোসেন সুজনের স্ত্রী। গত ৩০ নভেম্বর সাতক্ষীরা সদর হাসপাতালে একটি কন্যাশিশুর জন্ম দেন পিংকি। তাকে চিকিৎসা সহায়তা দেন মেডিকেল অফিসার ডা. মাহফুজা আক্তার ও ডা. সাইফুল্লাহ আল কাফি। শিশু প্রসবের পর থেকেই পিংকি জানতে চেয়েছিলেন তিনি এ অবস্থায় পরীক্ষা দিতে পারবেন কিনা। চিকিৎসক তাকে বলেন, এতে সমস্যা হতে পারে। সরাসরি নিষেধ না করলেও প্রকারান্তরে চিকিৎসক তাকে বুঝিয়েছিলেন। কিন্তু পিংকি তা মানেননি। তিনি তার শিশুকন্যা ও স্বামী সুজনকে নিয়ে বুধবার পরীক্ষায় অংশ নেন। সাতক্ষীরা সরকারি কলেজে পরীক্ষা দেন তিনি। পাশেই তার শিশুকে রাখার ব্যবস্থাও ছিল। মাঝে মাঝে পিংকি শিশুটিকে বুকের দুধ খাইয়েছেন। পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক আসাদুল ইসলাম জানান, পিংকি দ্বিতীয় বর্ষ অনার্সের ছাত্রী। বুধবার ছিল তার রাজনৈতিক সংগঠনের পর...

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

Image
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমীন (৪০) ও ইব্রাহীম মাতুব্বর (৩৫)  নামের দিন মজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই এলাকার হারুন খানের ছেলে আল আমীন পুকুরে মাছ শিকারের জন্য লোহার রড দিয়ে পুকুরের কচুরিপানা সড়ানোর সময় অসাবধানতা বশত রডটি পল্লীবিদ্যুৎ লাইনের উপর পড়লে আল আমীন বিদ্যুতায়ীত হয়।  তাকে ছাড়াতে গিয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রাহীম মাতুব্বরও বিদ্যুতায়ীত হন।  পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।