ছদ্মবেশে কলকাতা শহর ঘুরলেন টলিউড সুপারস্টার জিৎ
ছদ্মবেশে কলকাতা শহর ঘুরলেন টলিউড সুপারস্টার জিৎ। কলকাতা মেট্রোয় চড়ে ঘুরে বেড়ালেন তিনি। ঘুণাক্ষরেও সাধারণ মানুষ বুঝতে পারলেন না পাশে বসে থাকা লোকটি টালিউডের বস!
সাধারণ মানুষের মধ্যে হেঁটেছেন, দাঁড়িয়েছেন, খবরের কাগজ পড়েছেন, মেট্রো চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন এই নায়ক।
কলকাতা শহরের এসপ্লানেড থেকে মেট্রোয় চড়েন জিৎ, নামেন রবীন্দ্রসরোবরে। কেউ চিনতে পারলেন কি? আসলে গ্ল্যামারাস লুক ছেড়ে লম্বা চুল-দাঁড়িতে তাকে দেখতে অভ্যস্ত নয় আমজনতা। তা বলে সামনে এসে দাঁড়ালেও চিনতে পারবেন না! এ বোধহয় নিজেও আশা করেননি জিৎ!
কেন এমনটা করলেন জিৎ? জানালেন, পুরোটাই পরিকল্পিত! তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘অসুর’-এর প্রমোশনের জন্য। পাভেলের পরিচালনায় ‘অসুর’ ছবিতে এভাবেই দেখা যাবে জিৎকে। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। ছবিতে জিতের চরিত্রের নাম কিগান, নুসরাত অদিতি এবং আবির ।

Comments
Post a Comment
Thank you sir.