বাইক চালিয়ে মক্কার পথে দুই বাংলাদেশি তরুণ, উদ্দেশ্য ওমরা পালন!

বিমান কিংবা জাহাজ নয়, মোটরসাইকেল চালিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের দুই তরুণ বাইকার! তারা ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে গেছেন। দীর্ঘ দুই মাস মোটরসাইকেল চালিয়ে তাঁরা সৌদি আরব পৌঁছাবেন। এরপর পবিত্র ওমরা পালন শেষে আবার দেশের উদ্দেশ্যে রওনা করবেন।
এই দুই তরুণের নাম আবু সাঈদ ও মাসদাক চৌধুরী। ছোটবেলা থেকেই তাঁদের ঘুরে বেড়ানোর নেশা। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোতে তাদের প্রথম পছন্দ স্থলপথ। ফেনীর ছেলে সাঈদ ও চট্টগ্রামের ছেলে মাসদাক দুজনই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
গত ৫ ডিসেম্বর তাঁরা বাংলাদেশ থেকে পুণ্যভূমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রাপথে ভারত-পাকিস্তান হয়ে এরপর ইরান-দুবাই অতিক্রম করে তাঁরা সৌদি আরবে পৌঁছাবেন।
আবু সাঈদ জানান, বাংলাদেশের বেনাপোল বর্ডার দিয়ে তাঁরা দেশত্যাগ করেছেন। এরপর ভারতের কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব হয়ে ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে প্রবেশ করেছেন। বর্তমানে ‘ওভারল্যান্ড মুসাফির’ নামের দুইজনের এই দলটি পাকিস্তানের লাহোর পেরিয়ে করাচিতে অবস্থান করছেন। এরপর তারা বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তান-ইরান সীমান্ত এলাকা তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করবেন।
এরপর সেখান থেকে যাবেন আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের শারজায়। সেখান থেকে দুবাই হয়ে প্রবেশ করবেন সৌদি আরব।
দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ এই যাত্রাপথের বর্ণনা দিতে গিয়ে তাঁরা বলেন, ‘প্রায় সারাদিনই তাঁরা বাইক চালান। রাস্তায় ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলায় তাদের বিরতি দিতে হয়। এভাবেই কখনো দিনে, আবার কখনো রাতে মাইলের পর মাইল পাহাড়-উপত্যকা পাড়ি দিচ্ছেন তাঁরা। পেছনে ফেলছেন জনপদের পর জনপদ। দুমাসে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছাবেন তাঁরা।
ওমরাহ পালনের জন্য স্থলপথ বেছে নেওয়ার বিষয়ে মাসদাক চৌধুরী বলেন, ‘ছোটবেলা থেকেই বাইক চালাতে পছন্দ করি। বাইকে ভ্রমণে এক ধারণের স্বাধীনতা আছে। যেখানে খুশি থামা যায়। যেভাবে ইচ্ছা দর্শনীয় স্থানগুলো নিজের মতো করে দেখা যায়। বাংলাদেশ থেকে যেতে যেতে অনেক জনপদ, পাহাড়-উপত্যকা, দেশ-শহর-নগর, সীমান্ত ও প্রকৃতি দেখতে দেখতে পাড়ি দিতে পারছি। এ আন্ন্দ অমূল্য।’
২৮ ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন পাকিস্তানের করাচিতে অবস্থান করছেন। পাকিস্তান সরকারের অনুমতিপত্র আদায় সংক্রান্ত কাজে সেখানে সপ্তাহখানেক অবস্থান করবেন তাঁরা। কাগজপত্র হাতে পেলে পাকিস্তান-ইরান সীমান্তের তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাইয়ের দিকে এগুবেন বলে জানিয়েছেন টিমের অপর সদস্য সাঈদ।
সাঈদ-মাসদাকের এই সফরে অর্থায়ন করে সহযোগিতা করছে ‘রয়েল এন্টারপ্রাইজ, এমআরএফ টায়ার, আইফিক্সিট বিডি ও এমটি হেলমেটস বাংলাদেশ নামের চারটি বেসরকারি প্রতিষ্ঠান।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’