ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ -

সাদিয়া  ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজি’র সংঘর্ষে একই পরিবারের চার জনসহ ৫জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার  বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক রাজশাহী জেলার বাঘা উপজেলার সরের ঘাট এলাকার দবির মোল্লার ছেলে জালাল উদ্দিন (৩২), একই এলাকার মেজবা উদ্দিন (৩০), তার মা মাহামুদা খাতুন (৫৬), স্ত্রী রুনা বেগম (২৬), এবং ছেলে রুজবী (৭ মাস)। ভেড়ামারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, মেজবা উদ্দিন তার পরিবার নিয়ে ঝিনাইদহের শশুরবাড়ী থেকে সিএনজি যোগে রাজশাহী ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়মারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জালাল উদ্দিন ও রুনা বেগম মারা যায়। এসময় রুনা বেগমের স্বামী মেজবা, ছেলে রুজবী ও মেজবা’র মা মাহামুদা খাতুন গুরুত্বর আহত হয়। পরে আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুজবীকে মৃত ঘোষণা করেন। আহত  মেজবা ও তার মা মাহমুদাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নেওয়ার পরপরই ইমারজেন্সিতে কর্মরত চিকিৎসক মেজবা উদ্দিনকে মৃত ঘোষনা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মেজবা’র মা মাহামুদা খাতুনের মৃত্যু হয়। নিহত ৫জনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’