পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমীন (৪০) ও ইব্রাহীম মাতুব্বর (৩৫)  নামের দিন মজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ওই এলাকার হারুন খানের ছেলে আল আমীন পুকুরে মাছ শিকারের জন্য লোহার রড দিয়ে পুকুরের কচুরিপানা সড়ানোর সময় অসাবধানতা বশত রডটি পল্লীবিদ্যুৎ লাইনের উপর পড়লে আল আমীন বিদ্যুতায়ীত হয়। 
তাকে ছাড়াতে গিয়ে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফেরেস্তালি মাতুব্বরের ছেলে ইব্রাহীম মাতুব্বরও বিদ্যুতায়ীত হন। 
পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’