শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা।
সোহরাব হোসেন/জাহাঙ্গীর আলম মুন্সীগঞ্জ শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে জেলে খালী গাজীপাড়া স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে স্বামী আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ৭ ডিম্বেম্বর দিবাগত গভীর রাত্রে কোন এক সময় মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের গাজীপাড়া নামক স্থানে মৃত্যু সোহারাব গাজীর পুত্র মান্নান গাজী (৪৭) তার স্ত্রী সোনা বিবি (৪০) কে বাড়ীর পার্শ্ববর্তী ঈদগাঁহ মাঠে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পাশের রেনটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল কাগুচী প্রাথমিক ভাবে জানিয়েছেন। সোনা বিবি শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের সিরাজুল ইসলামের কন্যা এবং মান্নান গাজীর ২য় স্ত্রী। ১ম স্ত্রীর পিতার বাড়ি যশোরে সে মান্নান গাজীকে ডিফোস দেওয়ায় সোনা বিবিকে বিয়ে করেছিল মান্নান। তাদের সংসারে ২ পুত্র সাইফুল ইসলাম (৯), আশরাফুল ইসলাম (৭), ইউপি সদস্য জলিল ও গ্রামবাসী জানান মান্নান গাজী জীবন জীবিকা নির্বাহের তাগেদায় তার শশুরবাড়ি কালিঞ্চীতে থাকতেন। মাত্র ৩ দিন আগে জেলেখালী গাজী বাড়ি নিজ বাড়িতে আসে। শ্যামনগর থানার ওসি তদন্ত মোঃ ইয়াছিন আলম চৌধুরী দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।তিনি এই প্রতিবেদক কে জানান মুল রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

Comments
Post a Comment
Thank you sir.