পিরোজপুরে গরীব মেধাবী ছাত্রীদের ই-বাইক বিতরণ

পিরোজপুরে গরীব, অসহায় ও মেধাবী ছাত্রীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে ই-বাইক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর মহিলা পরিষদ ও সুফিয়া কামাল নারী সংঘের যৌথ আয়োজনে শুভারম্ভ নামের একটি প্রকল্পের আওতায় ১৩ জন সুবিধাভোগীকে একটি করে ই-বাইক বিতরণ করা হয়। 
কাজী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিকা মন্ডল, সুফিয়া কামাল নারী সংঘের জেলা শাখার সভাপতি রাশিদা বেগম এবং সুবিধাভোগীরা। 

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’