Posts

খুশির বার্তা নিয়ে এল পবিত্র ঈদুল আজহা।

Image
খুলনা ডেস্ক এইচ আর তাজু : আজ ( ১১ জিলহজ ) পবিত্র ঈদুল আজহা। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। বাঙালি সমাজে ‘ কোরবানির ঈদ ’ নামেও পরিচিত মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু কোরবানি দেবেন। বাংলাদেশের মুসলিমরা ১১ জিলহজ পশু কোরবানি করে থাকেন। তবে ১২ ও ১৩ জিলহজও পশু কোরবানি করার বিধান রয়েছে। কিন্তু চলমান করোনাভাইরাসের সংক্রমণ ও বন্যার কারণে ঈদ আনন্দ অনেকটাই ম্লান। করোনা মহামারীর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় বিপর্যস্ত জনজীবনে আঁধার নেমে এসেছে , এ সময় এল খুশির ঈদ। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবার ঈদগাহ মাঠ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতেই স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদের নামাজ পড়তে হবে। নামাজ শেষে কারও সঙ্গে ...

কি করে আপনি রাউটারে স্পিড বাড়াবেন ।

Image
হিমেল রিপোর্ট : তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় ইন্টারনেট এখন প্রায় নিত্যপ্রয়োজনীয়। অফিস হোক বা বাড়ি, সোশ্যাল মিডিয়া বা মেইল চেক করা, সব ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন। তাই বাড়িতে এখন ওয়াইফাই রাউটার বসানোর চাহিদা বাড়ছে। কারণ, একদিকে যেমন একাধিক ডিভাইস এক সঙ্গে কানেক্ট করা যায়, তেমন ঘরের যে কোন প্রান্তে বসে ইন্টারনেট সার্ফিং করা যায়।  তবে রাউটার বসালেও বেশ কিছু কারণে ইন্টারনেটের স্পিড ভালো মেলে না। এই ৫টি বিষয় মাথায় রাখলে সহজেই ওয়াই-ফাই স্পিড অনেকটা বাড়িয়ে নেওয়া যায়। দেখুন সেই ৫টি উপায় কী কী... ১. রাউটার বাড়ির মাঝখানে রাখুন:  সাধারণত কানেকশন নেওয়ার সময় তারের পরিমাণ কম রাখার জন্য জানালার পাশে ঘরের এক কোনে রাউটার রেখে দেওয়াই দস্তুর। সবচেয়ে ভালো কভারেজ পেতে রাউটারকে বাড়ির মাঝের ঘরে রাখুন। মনে রাখবেন, ওয়াই-ফাই ওমনি-ডাইরেকশনালি ছড়ায়। অর্থাৎ, চোঙ থেকে আওয়াজ যে ভাবে বার হয় অনেকটা সে রকমই রাউটারকে কেন্দ্র করে সিগনাল ছড়াতে থাকে। তাই এক কোনও রাখলে অর্ধেক সিগনাল বাড়ির বাইরে চলে যাবে। ফলে স্পিড এমনিতেই কম পাবেন। ২. চোখের উচ্চতায় রাখুন:  মাটি থেকে ৫ ফুট উচ্চতায় রাউটারটি ...

করোনায় পজেটিভ সংগীতশিল্পী রবি চৌধুরী ।

Image
                      করোনায় পজেটিভ সংগীতশিল্পী রবি চৌধুরী । হিমেল রিপোর্ট : দেশের সংগীতাঙ্গনে আবারো করোনাভাইরাসের থাবা পড়েছে। এবার এই বৈশ্বিক মহামারিটিতে আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। রবি চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুকে আইডিতে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারো ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাআল্লাহ। এছাড়া তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন কোন পর্যায় আছে, সে বিষয় কিছু উল্লেখ করেননি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন রবি চৌধুরী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সংগীতে ছিলেন অপু রায়হান।

বিশ্বের সবথেকে লম্বা মানুষ বাংলাদেশের "জিন্নাত আলী" আর নাই।

Image
হিমেল রিপোর্ট  বিশ্বের সবচেয়ে লম্বা মানু জিন্নাত আলী আর নেই। সোমবা দিবাগত রাত ৩টার দিক চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা গেছেন। জিন্নাতের মৃত্যুর খবর নিশ্চি করেছেন তার বড় ভাই ইলিয়া আলী। তিনি বলেন, মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্ অবস্থায় চট্টগ্রাম মেডিকে কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ চিকিৎসাধীন ছিলেন জিন্নাত সোমবার রাত ৩টায় তিনি শে নিঃশ্বাস ত্যাগ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে লম্বা জীবিত মানু তুরস্কের সুলতান কশেন। তা উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনি ১৯৮ সালে জন্মগ্রহণ করেন। ২০০ সালের সেপ্টেম্বরে গিনে ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবী সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি স্বীকৃতি দেয়। আর কশেনে চেয়েও তিন ইঞ্চি বেশি লম্ব হলেন রামু উপজেলার গর্জনিয় ইউনিয়নের বড়বিল গ্রামে জিন্নাত আলী।

ধেয়ে আসছে উল্কা! ২৯ এপ্রিলের ভয়াবহতার অপেক্ষায় পৃথিবী

Image
Himel report  পৃথিবীতে মহাজাগতিক ঘটনা নানা রকম ঘটতেই থাকে। কিন্তু তার মধ্যে কয়েকটি হয় পৃথিবী থেকে বহু বহু দূরে। আর কয়েকটি হয় একেবারে কাছে। এবারে তেমনই এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যা পৃথিবীর থেকে খুব বেশি দূরে নয়। কারণ, ক্রমে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি উল্কাপিণ্ড। এই উল্কা পিণ্ডের নাম ৫২৭৬৮, ১৯৯৮ সালে এটিকে প্রথম দেখা যায় মহাকাশে। সেই উল্কাপিণ্ডই পৃথিবীর ৩ লক্ষ মাইলের আশপাশ দিয়ে ২৯ তারিখে পার হবে। ‌গতি থাকবে ১৯, ৪৬১ মাইলের মতো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গবেষকরা জানিয়েছেন, যে ছবি এই উল্কাখণ্ডের পাওয়া গিয়েছে সেটি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত পৃথিবীতে এখন সবাই মাস্ক পরছেন। ছবি দেখে মনে হচ্ছে উল্কাখণ্ডটিও যেন মাস্ক পরে আছে। পৃথিবী থেকে ৬৩ লক্ষ কিলোমিটার দূর দিয়ে এই উল্কাখন্ডটি পার হবে। অর্থাৎ, পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব, তার থেকে প্রায় ১৬ গুন বেশি দূরত্বে থাকবে এটি। তবে চিন্তার কারণ কমছে না, কারণ বিজ্ঞানীরা মনে করেন, জ্যোর্তিমন্ডলীর যে কোনও উপাদান যদি পৃথিবী থেকে ৭৫ লক্ষ কিলোমিটারে কম দূরত্ব দিয়ে যায়, তাহলে সমস্যা হতেও পারে। স্বাভাবিকভাবে চিন্তা বেড়েছে।

জেনে নিন কোন দেশে রোজা কত ঘণ্টা?

Image
Himel riport বিশ্বব্যাপী শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই মাসে বিশ্বের মুসলিম সম্প্রদায় একযোগে সিয়াম সাধনা করে। সাহরি খাওয়ার মধ্য দিয়ে রোজা শুরু হয় এবং ইফতার গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়। তবে স্থানের ভিন্নতার কারণে রোজা পালন শুরু একদিন আগে-পরে এবং রোজার সময়ও কমবেশি হয়। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে মুসলিমদের প্রধান দুই পবিত্র স্থান মক্কা ও মদিনা শরীফসহ মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশে শুক্রবার রোজা শুরু হয়ে গেছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে রোজা শুরু হয়েছে শনিবার। এদিকে রোজা রাখার সঙ্গে সূর্যের উদয়-অস্তের বিষয়টি থাকায় রোজার সময়ও কমবেশি হয়ে থাকে। কোনও কোনও দেশে প্রায় ২০ ঘণ্টার বেশি। আবার কোনও কোনও দেশে প্রায় ১১ ঘণ্টার মতো রোজা পালন করতে হয়। ভৌগোলিক অবস্থানের কারণে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর রোজা দীর্ঘ হয়। এসব দেশে ২০-২২ ঘণ্টাও রোজা রাখতে হয়। এমনকি যদি এমন দিনে রোজা হয় যে সূর্য অস্ত যায় না, তখন নিকটবর্তী শহর যেখানে সূর্য অস্ত যায় অথবা মক্কা-মদিনার সঙ্গে সময় হিসাব করে রোজা রাখা হয়। আলজাজিরা জানায়, এ বছর দীর্ঘ ২০ ঘণ্টা রোজা রাখতে হবে গ্রিনল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ডের মুসলিমদের। সুইডেন ...

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

Image
বাগেরহাট:  ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় জমায়েত নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় বাগেরহাটের ফকিরহাটের মধু কণ্ডু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে ফকিরহাট থানা পুলিশ তাকে আটক করে। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েতের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় মধু কুণ্ডু। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা এর প্রতিবাদ ও শাস্তির দাবি জানায়। পুলিশকেও বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। মধু কুণ্ডু ফকিরহাট উপজেলার আট্রাকী গ্রামের কুণ্ডুপাড়ার শুনীল কুণ্ডুর ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি অবহিত হয়ে আমরা মধুকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।