বিশ্বের সবথেকে লম্বা মানুষ বাংলাদেশের "জিন্নাত আলী" আর নাই।

হিমেল রিপোর্ট 
বিশ্বের সবচেয়ে লম্বা মানু জিন্নাত আলী আর নেই। সোমবা দিবাগত রাত ৩টার দিক চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা গেছেন।
জিন্নাতের মৃত্যুর খবর নিশ্চি করেছেন তার বড় ভাই ইলিয়া আলী।
তিনি বলেন, মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্ অবস্থায় চট্টগ্রাম মেডিকে কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ চিকিৎসাধীন ছিলেন জিন্নাত সোমবার রাত ৩টায় তিনি শে নিঃশ্বাস ত্যাগ করেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে লম্বা জীবিত মানু তুরস্কের সুলতান কশেন। তা উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনি ১৯৮ সালে জন্মগ্রহণ করেন। ২০০ সালের সেপ্টেম্বরে গিনে ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবী সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি স্বীকৃতি দেয়। আর কশেনে চেয়েও তিন ইঞ্চি বেশি লম্ব হলেন রামু উপজেলার গর্জনিয় ইউনিয়নের বড়বিল গ্রামে জিন্নাত আলী।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’