আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার
বাগেরহাট: ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় জমায়েত নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় বাগেরহাটের ফকিরহাটের মধু কণ্ডু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে ফকিরহাট থানা পুলিশ তাকে আটক করে।
এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েতের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় মধু কুণ্ডু। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা এর প্রতিবাদ ও শাস্তির দাবি জানায়। পুলিশকেও বিষয়টি অবহিত করেন স্থানীয়রা।
মধু কুণ্ডু ফকিরহাট উপজেলার আট্রাকী গ্রামের কুণ্ডুপাড়ার শুনীল কুণ্ডুর ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি অবহিত হয়ে আমরা মধুকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Comments
Post a Comment
Thank you sir.