Posts

Showing posts from April, 2020

বিশ্বের সবথেকে লম্বা মানুষ বাংলাদেশের "জিন্নাত আলী" আর নাই।

Image
হিমেল রিপোর্ট  বিশ্বের সবচেয়ে লম্বা মানু জিন্নাত আলী আর নেই। সোমবা দিবাগত রাত ৩টার দিক চট্টগ্রাম মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা গেছেন। জিন্নাতের মৃত্যুর খবর নিশ্চি করেছেন তার বড় ভাই ইলিয়া আলী। তিনি বলেন, মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্ অবস্থায় চট্টগ্রাম মেডিকে কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ চিকিৎসাধীন ছিলেন জিন্নাত সোমবার রাত ৩টায় তিনি শে নিঃশ্বাস ত্যাগ করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, বর্তমান বিশ্বে সবচেয়ে লম্বা জীবিত মানু তুরস্কের সুলতান কশেন। তা উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনি ১৯৮ সালে জন্মগ্রহণ করেন। ২০০ সালের সেপ্টেম্বরে গিনে ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবী সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি স্বীকৃতি দেয়। আর কশেনে চেয়েও তিন ইঞ্চি বেশি লম্ব হলেন রামু উপজেলার গর্জনিয় ইউনিয়নের বড়বিল গ্রামে জিন্নাত আলী।

ধেয়ে আসছে উল্কা! ২৯ এপ্রিলের ভয়াবহতার অপেক্ষায় পৃথিবী

Image
Himel report  পৃথিবীতে মহাজাগতিক ঘটনা নানা রকম ঘটতেই থাকে। কিন্তু তার মধ্যে কয়েকটি হয় পৃথিবী থেকে বহু বহু দূরে। আর কয়েকটি হয় একেবারে কাছে। এবারে তেমনই এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যা পৃথিবীর থেকে খুব বেশি দূরে নয়। কারণ, ক্রমে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি উল্কাপিণ্ড। এই উল্কা পিণ্ডের নাম ৫২৭৬৮, ১৯৯৮ সালে এটিকে প্রথম দেখা যায় মহাকাশে। সেই উল্কাপিণ্ডই পৃথিবীর ৩ লক্ষ মাইলের আশপাশ দিয়ে ২৯ তারিখে পার হবে। ‌গতি থাকবে ১৯, ৪৬১ মাইলের মতো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গবেষকরা জানিয়েছেন, যে ছবি এই উল্কাখণ্ডের পাওয়া গিয়েছে সেটি দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। করোনা আক্রান্ত পৃথিবীতে এখন সবাই মাস্ক পরছেন। ছবি দেখে মনে হচ্ছে উল্কাখণ্ডটিও যেন মাস্ক পরে আছে। পৃথিবী থেকে ৬৩ লক্ষ কিলোমিটার দূর দিয়ে এই উল্কাখন্ডটি পার হবে। অর্থাৎ, পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব, তার থেকে প্রায় ১৬ গুন বেশি দূরত্বে থাকবে এটি। তবে চিন্তার কারণ কমছে না, কারণ বিজ্ঞানীরা মনে করেন, জ্যোর্তিমন্ডলীর যে কোনও উপাদান যদি পৃথিবী থেকে ৭৫ লক্ষ কিলোমিটারে কম দূরত্ব দিয়ে যায়, তাহলে সমস্যা হতেও পারে। স্বাভাবিকভাবে চিন্তা বেড়েছে।

জেনে নিন কোন দেশে রোজা কত ঘণ্টা?

Image
Himel riport বিশ্বব্যাপী শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এই মাসে বিশ্বের মুসলিম সম্প্রদায় একযোগে সিয়াম সাধনা করে। সাহরি খাওয়ার মধ্য দিয়ে রোজা শুরু হয় এবং ইফতার গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়। তবে স্থানের ভিন্নতার কারণে রোজা পালন শুরু একদিন আগে-পরে এবং রোজার সময়ও কমবেশি হয়। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে মুসলিমদের প্রধান দুই পবিত্র স্থান মক্কা ও মদিনা শরীফসহ মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশে শুক্রবার রোজা শুরু হয়ে গেছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে রোজা শুরু হয়েছে শনিবার। এদিকে রোজা রাখার সঙ্গে সূর্যের উদয়-অস্তের বিষয়টি থাকায় রোজার সময়ও কমবেশি হয়ে থাকে। কোনও কোনও দেশে প্রায় ২০ ঘণ্টার বেশি। আবার কোনও কোনও দেশে প্রায় ১১ ঘণ্টার মতো রোজা পালন করতে হয়। ভৌগোলিক অবস্থানের কারণে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর রোজা দীর্ঘ হয়। এসব দেশে ২০-২২ ঘণ্টাও রোজা রাখতে হয়। এমনকি যদি এমন দিনে রোজা হয় যে সূর্য অস্ত যায় না, তখন নিকটবর্তী শহর যেখানে সূর্য অস্ত যায় অথবা মক্কা-মদিনার সঙ্গে সময় হিসাব করে রোজা রাখা হয়। আলজাজিরা জানায়, এ বছর দীর্ঘ ২০ ঘণ্টা রোজা রাখতে হবে গ্রিনল্যান্ড, নরওয়ে ও ফিনল্যান্ডের মুসলিমদের। সুইডেন ...

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

Image
বাগেরহাট:  ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় জমায়েত নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় বাগেরহাটের ফকিরহাটের মধু কণ্ডু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে ফকিরহাট থানা পুলিশ তাকে আটক করে। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েতের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় মধু কুণ্ডু। বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়লে তারা এর প্রতিবাদ ও শাস্তির দাবি জানায়। পুলিশকেও বিষয়টি অবহিত করেন স্থানীয়রা। মধু কুণ্ডু ফকিরহাট উপজেলার আট্রাকী গ্রামের কুণ্ডুপাড়ার শুনীল কুণ্ডুর ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি অবহিত হয়ে আমরা মধুকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

করোনা ভাইরাস আবিস্কারকারী বিজ্ঞানী চার্লচ লিবার গ্রেফতার

Image
খুলনার সময় ডেস্ক :  অবশেষে এফবিআই এর হাতে ধরা পড়লেন বোস্টন বিশ্ববিদ্যালয় আধ্যাপক চার্লচ লিবার। তিনি উওহানের চাইনিজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ল্যাবের সাথে সম্পর্কিত ছিলেন এবং চীন তাকে মাসিক ভাতা ও থাকা খাওয়ার জন্য প্রচুর অর্থ প্রদান করতো বলে স্বীকার গিয়েছেন চার্লচ লিবার। ধারনা করা হচ্ছে করোনা ভাইরাসটি আবিস্কারের পিছনে চীনের সাথে বোস্টন বিশ্ববিদ্যালয়ের আধ্যাপক চার্লচ লিবার ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। করোনার ভাইরাসটি মূলত বায়ো অ্যাটাকের পরিকল্পনার জন্য আবিস্কার করা হয়েছিল। আধ্যাপক চার্লচ লিবার একজন আমেরিকান রসায়নবিদ এবং ন্যানোসায়েন্স এবং ন্যানো টেকনোলজির বিশেষজ্ঞ। তিনি ১৯৫৯ সালের ০৯ এপ্রিলে জন্ম গ্রহন করেন। আধ্যাপক চার্লচ লিবারকে এই বিষয়ে বিস্তারিত জানতে এফবিআই এর দল জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে একজন চীনা বিশেষজ্ঞ সবাইকে আশ্বাস দিয়েছেন যে গরম পানি থেকে বাষ্প নিঃশ্বাসের ফলে করোনার ভাইরাস শতভাগ মারা যায়। করোনার ভাইরাস গরম জলের বাষ্পে দাঁড়াতে পারে না, এমনকি ভাইরাসটি নাক, গলা বা ফুসফুসে প্রবেশ করলেও।

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

Image
Himel report  করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র্যাব রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো জোরদার করেছে। এ ছাড়া করোনাভাইরাস বিস্তার রোধে যেকোনো ধরনের গুজব প্রতিরোধে আরো কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সঠিক কিনা তা যাচাই না করে অর্থাৎ না বুঝে লাইক শেয়ার দিলে তাকে গ্রেপ্তার করবে র্যাব ও পুলিশের সাইবার ইউনিট। এ কারণে সবাইকে এ বিষয়ে আরো সতর্ক হতে অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সবাইকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহবান জানানো হয়েছে। তবে সহযোগিতা না করে কেউ যদি এই নিয়ে গুজব ছড়ায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। পুলিশ ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত এরই মধ্যে গত কয়েকদিনে ফর ছেড়ে রাস্তায় অহেতুক ঘোরাফেরা করা শতাধিক লোকজনকে জরিমানা করেছে। প্রতিদিনই এ অভিযান চলবে। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন,...

মহান আল্লাহ এবার হয়তো আমাদের সহায় হবেন।

Image
হিমেল রিপোর্ট  পৃথিবীর ৮০০ কোটি মানুষ মনে হয় একটা সুসংবাদ পেতে যাচ্ছে খুব শীঘ্রই... হয়তো এ পৃথিবী আবার আগের রূপ ধারণ করবে, সব কিছু স্বাভাবিক হবে কয়েক সপ্তাহ পরেই ! জাপানের আবিষ্কার করা দুটি ঔষধ আভিগান ও ওরভেসকো সেটা মানুষের শরীরে খুবই কার্যকর হতে শুরু করেছে। জাপানে করোনার ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের (আনঅফিসিয়াল) ফলাফল- যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল। যারা মধ্যময়সী তাদের জন্য আভিগান এবং ওরভেসকো দুটোর মিলিত ফলাফল ৯ দিনে সুস্থ। আভিগান প্রেগন্যানট মহিলাদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে সংবাদে উল্লেখ করেছে। (তথ্যসূত্রঃ NHK Television, Japan) চীন অবশ্য আভিগান নিয়ে পজিটিভ ফলাফল আগেই ঘোষনা করেছে। জাপান বর্তমানে আরও ২০ টি দেশে আভিগান এর ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে তবে আশার কথা খুব শীঘ্রই হয়ত আভিগান এর বানিজ্যিক ব্যবহার শুরু হবে। বাংলাদেশ ও অলরেডি আভিগান তৈরির জন্য প্রস্তুত। বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মা কাজ অনেকটাই সেরে ফেলেছে...

ইউটিউবে গুজব, খুলনায় আটক ১

Image
খুলনা ব্যুরো ॥ খুলনায় করোনাভাইরাস নিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করে গুজব সৃষ্টির অভিযোগে রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার নামে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রুহুল আমিন ইউটিউব চ্যানেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস আক্রান্ত বলে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও চিত্র তৈরি করে গুজব সৃষ্টি করে বলে মামলায় অভিযোগ করা হয়। কেএমপির উপ কমিশনার মিডিয়া মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ৭ এপ্রিল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। খুলনা সদর থানাধীন বাগমারা এলাকার একটি বাড়ি থেকে রুহুল আমিনকে (২২) আটক করে। সে বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ভিডিও তার নিজের তৈরিকৃত ইউটিউব চ্যানেলে আপলোড করে। যা সম্প...

এইচএসসি ও সমমানের পরীক্ষা রমজানে হতে পারে

Image
হিমেল রিপোর্ট : করোনা ভাইরাসজনিত পরিস্থিতি স্বাভাবিক হলে রোজার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। গতকাল শনিবার বিকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ কথা জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতি কোন দিকে যাবে এখনো বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আমাদের একটি প্রাথমিক ভাবনা হচ্ছে- পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অন্তত ১৫ দিন পর পরীক্ষা শুরু করার। বোর্ডকে আবার নতুন করে পরীক্ষা সূচি তৈরি করতে হবে। এ ছাড়া পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি আছে। পরীক্ষা কবে হবে তা নিয়ে উৎকণ্ঠায় না থেকে শিক্ষার্থীদের বাসায় মনোযোগ দিয়ে লেখাপড়ার আহ্বান জানান তিনি। চেয়ারম্যান আরও বলেন, ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর যে রুটিন ছিল, তাতে শেষের কয়েকটি পরীক্ষা রোজার মধ্যে পড়েছে। এমন তো নয় যে রোজায় পরীক্ষা নেওয়া যাবে না। গত ১ এপ্রিল থেকে এ বছরের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের সংক্রমণ ঘটায় পরীক্ষা স্থগিত করা হয়। একই কারণে ১৬ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রয়েছে। অর্থাৎ, ২৭ দিনের ছুটিতে রয়েছে শিক...

জানেন কি কোন ব্লাড গ্রুপে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

Image
করোনাভাইরাসে প্রতিনিয়তই আতঙ্ক বাড়ছে সারা বিশ্বে। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি অন্যদিকে বাড়ছে মৃতের সংখ্যাও। চিনের পরে ইতালি আর স্পেনে মৃতের সংখ্যা সব থেকে বেশি। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মহামারির আকার ধারণ করেছে এই ভাইরাস। কী ভাবে ঠেকানো যায় এই ভাইরাসকে, তা নিয়েই সারা বিশ্বের প্রতিটি দেশে প্রতিনিয়ত চলছে গবেষণা। কিন্তু আপনি কি জানেন কোন ব্লাড গ্রুপের মানুষ এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আর কোন ব্লাড গ্রুপের মানুষদের মধ্যে আক্রান্তের সংখ্যা কম! আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক… আমরা সবাই জানি চিনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাস ধরা পড়ে। এমনকি উহানেই মৃত্যু হয় বিশ্বের প্রথম করোনা-আক্রান্তের। সেখানে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে গবেষণা করেছেন একদল বিজ্ঞানী। গবেষণায় সামনে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। গবেষণায় জানা গিয়েছে, যে সব ব্যক্তির ব্লাড গ্রুপ A, তাঁরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এই করোনাভাইরাসে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী দিনেও এই গ্রুপের রক্ত যাঁদের শরীরে আছে তাঁদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এই গবেষণায় দেখা গিয়েছে, যে সব ব্য...