পতিতাপল্লী নয়, এবার অনলাইনে বুকিং করলেই বাড়িতে আসবে নারী!

Himel report 
ব্যাংক থেকে পোস্ট অফিস, অনলাইন ছাড়া দুনিয়া অচল। বাজারও হয়ে যায় বাড়িতে বসে। তাহলে শারীরিক সুখ কেন পাওয়া যাবে না ঘরে বসে। সে দিন গিয়েছে যখন পতিতাপল্লীতে মুখ লুকিয়ে গিয়ে শারীরিক তৃপ্তি মিটিয়ে নেওয়া। অত সময় নেই।
একাকি জীবন, বাইরে যেতেও ভালো লাগে না। সঙ্গী বেছে নিন ফেসবুকের বিশেষ বন্ধু পাতানোর পেজ থেকে। টাকা দিন অনলাইনে। কাজ শুরু। সহজ ব্যপার। ইন্টারনেটে এসকর্ট সার্ভিস কিংবা ভিডিও চ্যাটের অতিসহজ পদ্ধতিই এশিয়ার সবথেকে বড় যৌনপল্লীর ব্যবসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। দিনে দিনে আয় কমে যাচ্ছে।
আগের থেকে অন্তত ২০ থেকে ২৫ শতাংশ আয় কমে গিয়েছে কলকাতার সোনাগাছির যৌ'নকর্মীদের। এমনটাই জানিয়েছে সোনাগাছির মহিলারা। সোনাগাছি কলকাতায় অবস্থিত এশিয়ার বৃহত্তম নি'ষি'দ্ধ পল্লি। এই পতি'তালয়ের কয়েকশত বহুতল ভবনে প্রায় ১০০,০০০ যৌ'নকর্মী বসবাস করেন।
বিডিটাইমস৩৬৫ডটকম/জিএম

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’