দু’মাস ধরে কাশি, গলায় মিলল জোঁক
গলায় কাশি অথচ কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনিতে রোগীও ছিলেন বেশ বৃদ্ধ। সবাই ভাবছিলেন এ বোধহয় বার্ধক্যের লক্ষণ। কিন্তু একটানা দু’মাসেও যখন কাশি কমল না তখন বিশেষ পরীক্ষা করে দেখা গেল বৃদ্ধের গলায় আটকে আছে দুইটি জোঁক। এ ঘটনা ঘটেছে চীনের ইউপিং কাউন্টি হাসপাতালে এক রোগীর সাথে।
কয়েকমাস আগে ঝর্ণায় গোসল করতে গিয়ে পানি খেয়েছিলেন এই বৃদ্ধ। সম্ভবত তখনই জোঁক দু’টি তার গলায় ঢুকে যায়। চিকিৎসক গুয়াংগং জানালেন, বৃদ্ধের ডান নাকের ফুটো এবং গলায় দুটি জীবন্ত জোঁকের সন্ধান পাওয়ার পরপরই অ্যানাস্থেশিয়া দিয়ে তাঁকে অজ্ঞান করে টুইজার দিয়ে জোঁক দুটি টেনে বের করা হয়। গত দুমাসে বৃদ্ধের শরীরের ভিতর বসে রক্ত পান করে তারা বেশ মোটাসোটা হয়ে গিয়েছিল।

Comments
Post a Comment
Thank you sir.