এক শিশুর মৃত্যু।


ফকিরহাটের পুকুরে ডুবে মুরছালিন শেখ (৩) নামের এক শিশুর করুন মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বেতাগার  চাকুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে মুরছালিন শেখ (৩) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শিশুটি চাকুলী গ্রামের মোতালেব শেখের শিশু পুত্র। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাড়ির সামনের পুকুর পাড়ে খেলগত গিয়ে শিশুটি পানিতে পড়ে যায় , অনেক খোজাখুজির পওে পুকুর থেকে মৃত্য অবস্থায় পিতা মোতালেব শেখ লাশ খুঁজে পায়।শিশুটির মা রাফেজা বেগম বলেন আমার ছেলে একা একা পুকুর পাড়ে খেলতে গিয়ে গিয়ে পুকুরে পড়ে মারা যায়।এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

জেনে নিন কোন দেশে রোজা কত ঘণ্টা?