বোতল দিয়ে বাড়ি
লালমনিরহাটের পর এবার বোতল দিয়ে বাড়ি নির্মাণ করছেন কুমিল্লার শফিকুল ইসলাম। যা রীতিমতো সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। খরচ কম ও পরিবেশবান্ধব হওয়ায় ইউটিউব দেখে বোতল দিয়ে বাড়ি বানাতে উদ্বুদ্ধ হন শফিকুল। একে নতুন সম্ভাবনা বললেও শতভাগ নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে প্রকৌশলীদের।
কোমল পানীয়র যে বোতলটি ফেলে দেয়া হয় তা দিয়েই তৈরি হলো বাড়ি। অনেকটা শখের বসেই এই বাড়ি তৈরি করছেন কুমিল্লার হোমনা পৌরসভার লটিয়া এলাকার শফিকুল ইসলাম।
জাপানের প্রযুক্তি দেখে বোতল দিয়ে বাড়ি তৈরি করতে উদ্বুদ্ধ হন শফিকুল। এরপর ইন্টারনেটে দেখে তিন মাস আগে শুরু করেন নির্মাণ কাজ। একটি বাড়ি তৈরিতে যে পরিমাণ ইট প্রয়োজন সেই পরিমান বোতল ঢাকা ও কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন শফিকুল।
চার কক্ষের এই বাড়িতে রয়েছে রান্নাঘর, বারান্দা ও টয়লেট। বাড়িটি নির্মাণে খরচ হতে পারে আনুমানিক ৮-১০ লাখ টাকা। এরইমধ্যে ব্যতিক্রমি বাড়িটি দেখতে ছুটে আসছেন অনেকেই। তুলছেন ছবিও।
কুমিল্লার হোমনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো: তফাজ্জল হোসেন বলেন, নতুন এই প্রযুক্তিকে সম্ভবনাময় হলেও শতভাগ নিরপত্তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
এর আগে, বোতল দিয়ে বাড়ি নির্মাণ করেন লালমনিরহাটের রাশেদুল আলম ও আসমা খাতুন দম্পত্তি।

Comments
Post a Comment
Thank you sir.