তেল ছাড়াই চলবে ইয়ামাহার এই বাইক, থাকছে অবিশ্বাস্য সব সুবিধা

himel report - 

এখন টেকনোলজির যুগ। এই টেকনোলজির যুগে সব কিছুই সম্ভব। এবার এমন এক বাইক আবিষ্কার হল যা কিনা নিজে নিজেই চলবে। এমনকি বাইকের মালিককে নিয়ে যাবে নিদিষ্ট গন্তব্যে।
শুধু তাই নয়, বাইকটি তার মালিককে চিনতেও পারবে। এমনই একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন বাইক তৈরি করেছে জাপানের অটোমোবাইল উৎপাদনকারী সংস্থা ইয়ামাহা। বাইকটির নাম ইয়ামাহা মোটরয়েড।
সেলফ ব্যালেন্সিং প্রযুক্তি সমৃদ্ধ এই বাইকটি মূলত ইলেকট্রিক বাইক। লিথিয়াম আয়ন ব্যাটারি চালিত বাইকটির ওজন ২১৩ কেজি। বাইকটির উচ্চতা ১ হাজার ৯০ মিলিমিটার।
বিশেষ ডিজাইনে ইয়ামাহা এই বাইকটি তৈরি করেছে। সাধারণ ই-বাইকের মত এটি দেখতে হয়। এটি নিজে নিজেই চেসিস থেকে সাইড স্টান্ড বের হয়ে পার্কিং হয়। একই ভাবে পার্কিং থেকে চলে আসে এর মালিকের হাতে। বাইকটি পরিচালনার জন্য ইয়ামাহা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। যা এর আগে কোনো বাইকে ব্যবহার হয়নি।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

জেনে নিন কোন দেশে রোজা কত ঘণ্টা?