দুই জন স্পটে মাথা আলাদা হয়ে নিহত।

রিপোর্ট - আব্দুল কাদের। 
আজ পড়ন্ত বিকালে ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন শুকদারা নামক স্টান্ডে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কাটাখালি থেকে একটা কাটা টেম্পো আর একটা কাটা টেম্পো কে রশি দিয়ে বেধে নিয়ে শুকদারা নামক স্টান্ডে দিক আসছিলো টেম্পো । এমন অবস্থায় মোংলা থেকে তিন জন মোটরসাইকেলে খুব স্পিডে এসে ওই রশি তে বেধে স্পটে দুই জন নিহত হয়। তাদের মাথা দুই জনের আলাদা হয়ে যায়।  আর এক জন খুব আহত হয় তাকে সাথে সাথে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নিহতদের নাম ঠিকানা এখনো যানা যায় নি। তবে তাদের বাড়ি যশোরের কোনো এক যায়গাতে।   

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

জেনে নিন কোন দেশে রোজা কত ঘণ্টা?