প্রতিমা বিসর্জন করতে গিয়ে ডুবে মৃত্যু হল ১৩ জনের
প্রতিমা বিসর্জন করতে গিয়ে ডুবে মৃত্যু হল ১৩ জনের
প্রথম ঘটনাটি ঘটেছে সিপাউতে। গ্রামে সকলের সঙ্গে প্রতিমা বিসর্জন করতে গিয়েছিল বছর ষলোর কিশোর আমন। হঠাৎই পা পিছলে পড়ে যায় নদীতে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোর সাঁতার জানত না। যার যেরে এই বিপত্তি।
অন্যটি ঘটেছে দিহাউলিতে, প্রতিমার সঙ্গে জলে তলিয়ে যায় তিন কিশোর। সন্ধে বেলা তাদের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। মৃতদের পরিবার সূত্রে খবর, মৃতেরা বাড়িতে বলে এসেছিল নদীতে সাঁতার কাঁটতে যাচ্ছে। যদিও কেউই সাঁতার জানত না বলে জানা গিয়েছে।
তৃতীয়টি ঘটেছে বারানের। তিন বন্ধু গিয়েছিল প্রভাতি নদীতে। সেই সময় নব দুর্গা বিসর্জনের সময় নদীতে তলিয়ে যায় তিন কিশোর।
Comments
Post a Comment
Thank you sir.