সুন্দরবনের জঙ্গলে মিলল উলঙ্গ যুবতী!


খুলনা: সুন্দরবনের ভেতরের জঙ্গল থেকে কঙ্কালসার অচেতন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবতীকে (২৫) উদ্ধার করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের মোরেলগঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ি থেকে ১০ কিলোমিটার জঙ্গলের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।
আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নিশানবাড়িয়া গ্রামের জেলে জাহিদুল ইসলাম ও সবুজ মিয়া শুয়ারমারা ফরেস্ট অফিস নিকটবর্তী খালের পাড় থেকে তাকে উলঙ্গ ও অচেতন অবস্থায় দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুকে অবহিত করে। ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিক লোক পাঠিয়ে তাকে উদ্ধার জিউধরা বাজারে নিয়ে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার পরিচয় জানার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে সে কথা বলতে পারছে না।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানকে অবহিত করা হলে অজ্ঞাত ঐ যুবতীকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নির্দেশ দেন তিনি। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, মহিলা পাগল কিংবা মানসিক ভারসাম্যহীন হতে পারে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

জেনে নিন কোন দেশে রোজা কত ঘণ্টা?