পৃথিবী থেকে চলে গেলো আবু হানিফার জিবন।

পৃথিবী থেকে চলে গেলো আবু হানিফার জিবন। 
নিজস্ব রিপোর্ট : নাম আবুু  হানিফা । পিতা অদুুুত পাড় । গ্রাম বেতাগা। থানা ফকিরহাট। জেলা বাগেরহাট। আবু হানিফা জন্ম থেকে ২২ বছর ৭ মাস বয়সে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে। ২০১৪/১৫ ব্যাচে খুলনা তে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়।  সেখান থেকে পাশাপাশি গাড়ি চালনার দিকে মন দেয়।  অবশেষে হয়ে ও যায় একজন বিভাগীয় ড্রাইভার। আজ ১০/১০/২০১৯ ভোর ৪ টার দিকে ফয়লা, মোংলা র থেকে মাছের টিপ নিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জের Rab 12 সামনে আবু হানিফার ট্রাকের সামনের দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আবু হানিফার ওখানেই মৃত্যু হয়। সাথে থাকা সহযোগী হেলপার কে সাথে সাথে সিরাজগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।......

একটু সাবধানতাই পারে একটা জিবন রক্ষা করতে। সবাই দোয়া করবেন যেনো আবু হানিফার মতো যারা রোড এক্সিডেন্টে মারা যাচ্ছে প্রতি নিয়োতো তারা যেনো ওপারে ভালো থাকে। দুই বেলা আহার যোগাতে তারা রোডে ড্রাইভিং করে।

এইচ আর হিমেল রিপোর্ট।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

জেনে নিন কোন দেশে রোজা কত ঘণ্টা?