Posts

Showing posts from September, 2019

ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা

Image
নিজস্ব প্রতিবেদকঃ প্রবল বর্ষণে প্লাবনের সৃষ্টি হওয়ায় সোমবার ফারাক্কা বাঁধের সব লকগেট খুলে দিয়েছে ভারত সরকার। ফলে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পদ্মা ছাড়াও মালদা জেলার প্রায় সমস্ত নদীতে পানি বাড়ছে। টানা বর্ষণে ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা জলের তলায়। উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের জল। ফলে ফরাক্কা ব্যারেজের ১০৯টি লকগেটই আজ খুলে দেয় কর্তৃপক্ষ। এতে নদীর ভাটিতে প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। পানির উচ্চতা বেড়ে গেছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে। টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে সোমবার পথ অবরোধ করেন স্থানীয়রা। ইংরেজবাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই ডুবে গেছে। পুরাতন মালদা পৌরসভার ২০টি ওয়ার্ডের ৯টি ইতিমধ্যে পানির নীচে। এদিকে ভারতের এমন কান্ডের ফলে প্লাবনের আশঙ্কা জেগেছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে। বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই ফারাক্কার গেট খুলে দিলে প্লাবনের শিকার হয় ভাটি অঞ্চলের মানুষ। এবার ভারত ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় সেই আশঙ্কা আর...

আবারো আসছে প্রাক-প্রাথমিকে নিয়োগ

Image
 কান্ট্রি ডেস্ক  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬ ফের নতুন করে ২৬ হাজার ৩৬৬ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাক প্রাথমিক পর্যায়ে এসব শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর নতুন নিয়ম অনুযায়ী এই নিয়োগ থেকে নারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস ধরা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান বাবুল বলেন, নভেম্বরের মাঝামাঝি এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নিয়োগ দেয়া হবে। সাথেই থাকুন খুলনা ২৪ নিউজের। 

আনোয়ার গ্রুপে সরাসরি নিয়োগ।

Image
আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার সিমেন্ট শিট-এর বিক্রয় ও বিপনন বিভাগে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে 'প্রোডাক্ট প্রমোটার' নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। অঞ্চলভিত্তিক দেশের ৬ স্থানে আগামী ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাৎকার পর্ব চলবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্রসহ নির্ধারিত স্থানে যথাসময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
Image
ইন্টারভিউয়ে কমন কিছু প্রশ্নের জবাব দেবেন যেভাবে প্রকাশ: ২০১৯-০৯-২৭ ১১:১১:২০ এইচ আর তাজু। প্রতীকী ছবি ইন্টারভিউয়ে আপনাকে যেসব প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেগুলোর জবাব যদি আগে থেকেই জানা থাকে তবে কেমন হয়? ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্নের মুখোমুখী হতে হবে তা অনুমান করা যায় না। তারপরও আমরা আপনাকে ইন্টারভিউয়ে কমন ৩১টি প্রশ্ন, যেগুলো সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়, সেগুলোর জবাব সম্পর্কে ধারণা রাখতে সহায়তা করবো। ইন্টারভিউয়ের প্রশ্নের জবাব নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। * আপনার সম্পর্কে অল্প কথায় কিছু বলুন? এই প্রশ্নটি খুব সাধারণ বলে অনেকেই এ প্রশ্নের জবাব দিতে আগে থেকে প্রস্তুতি নেন না। কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এ প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখবেন। এ সময় আপনার কর্মসংস্থান বা ব্যক্তিগত ইতিহাস বলবেন না। সংক্ষেপে এবং গোছালোভাবে কিছু কথা বলবেন, যা আপনি কাজের জন্য কেন যোগ্য যথাযথভাবে এই বিষয়টিই তুলে ধরবে। আপনার ২-৩টি কৃতিত্ব বা অভিজ্ঞতা দিয়ে কথা শুরু করে পূর্বের চাকরিতে সেই অভিজ্ঞতার আলোকে আপনার অবস্থান তুলে ধরে কথা শেষ করুন। * এখানে নিয়োগ...

শামীমের শয্যা ও বাণিজ্যের নায়িকা-মডেলরা যা বলছে

Image
  সেপ্টেম্বর ২৬, ২০১৯ ডেস্ক রিপোর্ট ●  টেন্ডার মাফিয়া জি কে শামীম কাজ বাগাতে নগদ অর্থ উৎকোচ দেওয়ার পাশাপাশি প্রভাবশালী ও ক্ষমতাবানদের মনোরঞ্জনের ব্যবস্থাও করতেন। বহুগামী শামীম ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেছিলেন শোবিজে সুপরিচিত মডেল-অভিনেত্রী ও চলচ্চিত্রের উঠতি নায়িকাদের সঙ্গে। টাকার বিনিময়ে তাদের নিজ শয্যাসঙ্গিনী করার পাশাপাশি বড় বড় টেন্ডার বাগিয়ে আনতে তাদের কাজে লাগাতেন। যুবলীগ নেতা শামীমের নিকেতন অফিসে প্রতিদিনই সুন্দরী মডেল ও নায়িকাদের আনাগোনা লেগেই থাকত। এদের মধ্যে উঠে আসেছে বাংলা সিনেমার অভিনেত্রী রত্না, এ প্রজন্মের নায়িকা মিষ্টি জান্নাত, রাহা তানহা খান ও শিরিন শীলার নাম। বুধবার এ প্রসঙ্গে তারা মুখ খুলেছেন। এ সংবাদের শেষ অংশে টেন্ডার মাফিয়া জি কে শামীমের সাথে তাদের কাজ ও পরিচয়ের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অনেকেই মোটা অংকের টাকা পাওয়ার পরও দাবি করতেন সুন্দরী ললনার সঙ্গ। চলচ্চিত্রের কমবয়সী নতুন নায়িকা ও সুন্দরী মডেলদের তারা শয্যায় পেতে চাইতেন। ধুরন্ধর শামীম কৌশলে দামি গিফটের বিনিময়ে শোবিজ-সুন্দরীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে তাদের...

ইঞ্জিন চালিত রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স প্রাপ্তির দাবি এবং মানববন্ধন

Image
খুলনা রিপোর্ট সাগর পাল : আগামী ৩০-০৯-২০১৯ তারিখে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান মটর খোলার ঘোষনা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। আজ সকাল ৯ ঘটিকায় খুলনা মহানগরের প্রাণকেন্দ্র 'ডাকবাংলায়',"খুলনা মহানগর ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান শ্রমিক ও মালিক ঐক্য সংগ্রাম পরিষদ" এক বিশাল মানববন্ধনের সৃষ্টি করে। দুর্ঘটনা ও যানযটমুক্ত রাখতে উপর মহল ব্যাটারী চালিত রিকশা ও ভ্যানকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই মাসের ৩০ তারিখের মধ্য ব্যাটারী খুলে ফেলার নির্দেশ দেয়।  কতো হাজারো মানুষের জুবিকা নির্বাহ করছে এই ইন্জিন চালিত রিক্সা ও ইজিবাইকের মাধ্যমে।   আজ তাদের থেকে যদি এই রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স না দিয়ে প্রত্যাহার করা হয় তাহলে এরা কি করবে । আসলে খুলনা মহা নগরীর এইটা ভাবার দরকার ছিলো।       কিন্তু, চালকদের দাবি এই নির্দেশ প্রত্যাহার করে তাদেরকে লাইসেন্স প্রদান করা হোক। যার কারণে তারা একত্রিত হয়ে মানববন্ধনের মাধ্যমে তারা তাদের  দাবি জানায়।

খুলনায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Image
খুলনা প্রতিনিধি: খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌঁনে ৪টার দিকে মহানগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির সুজুকি শো-রুমের সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম (২৭) বটিয়াঘাটার জলমার মো. শওকতের ছেলে। পেশায় ব্যবসায়ী। মহিদুল খুলনা মহানগর যুবলীগ নেতা এসএম হাফিজুর রহমান হাফিজের চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সুজুকি শো-রুমে মহিদুলসহ চারজন এসেছিলেন। তিনজন শো-রুমের ভেতরে যান, মহিদুল বাইরে ছিলেন। এ সময় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় কয়েকজন যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ভেতরে থাকা তিনজন এসে মহিদুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, নিহত যুবকের পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা অনুসন্ধান করছে পুলিশ। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্...

জি কে শামীমের সুন্দরী নায়িকার তালিকায় যারা ছিলেন

Image
নিউজ ডেস্ক::   ‘টেন্ডার কিং’ জি কে শামীম র‌্যাবের হাতে ধরা পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। নিজের মনোরঞ্জন থেকে শুরু করে টেন্ডার বাগিয়ে নিতে ব্যবহার করতেন সময়ের আলোচিত মডেল, অভিনেত্রীদের। উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তারা শামীমের পাঠানো তালিকা দেখেই বাছাই করে নিতেন মডেল, নায়িকাদের। জিজ্ঞাসাবাদে জি কে শামীম ও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ডিবি পুলিশের কাছে এসব তথ্য স্বীকার করেছেন বলে সূত্রে জানা গেছে। শামীম জানায়, অনেকে কর্মকর্তারাই টাকার সঙ্গে নারীসঙ্গ চাইতো। পাঁচ তারকা হোটেলে কক্ষের ব্যবস্থাও করতে হতো। শামীমের সঙ্গে সখ্যতা অর্ধশতাধিক সুন্দরী তরুণীর। এরমধ্যে এক ডজনেরও বেশি পরিচিত নায়িকা ও মডেল। টেন্ডার বাগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, নেতাদের কাছে পাঠানো হতো তাদের। দেশের বাইরের পার্টিতে নিয়মিত উপস্থিত থাকতেন যুবলীগ দক্ষিণের শীর্ষ এক নেতা। কখনও কখনও হাজির হতেন ঢাকা মহানগর যুবলীগের সাবেক প্রভাবশালী এক নেতা ও সংসদ সদস্য। বেশ কয়েক পার্টি হয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। পার্টিতে পশ্চিমা পোশাকে হাজির হতেন সুন্দরীরা।...

ঘরে বসেই এখন সংশোধন করা যাবে এনআইডি

Image
ঢাকা, ২৫ সেপ্টেম্বর- জাতীয় প্ররিচয়পত্র (এনআইডি) সেবা ভোগান্তি কমাতে নতুন নিয়ম করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়মে ক ,খ ও গ এই তিন ক্যাটাগরি করে এনআইডি সংশোধন করা হবে। ফলে ঘরে বসে অনলাইনে আবেদন করে এনআইডি সংশোধন আবেদনের সর্বশেষ আবস্থান জানা যাবে। এ বিষয়ে জাতিয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা এনআইডি সেবাকে আধুনিক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যেগুলো ছোট কারেশন সে গুলো গ, কাটাগরিতে ফেলে দ্রুত থানা আফিস সংশোধন করে দিবে। ছোট সংশোধণের জন্য ঢাকায় পাঠাতে হবে না। সেগুলো তারায় সংশোধন করে দিবে। একটু জটিল সেগুলো খ ক্যাটাগরিতে রয়েছে। সে গুলো সংশোধন করতে সর্বচ্চ বিভাগীয় অফিসে আসবে। এগুলো ঢাকায় পাঠাতে হবে না। আ র যেগুলো জটিল সেগুলো ক, ক্যাটাগরিতে ফেলানো হবে সেগুলো হচ্ছে, পুরো নামের পরিবর্তন ও বয়েসের বড় পরিবর্তন অথ্যাৎ যেটা জটিল কাজ সেগুলো ঢাকায়ায় পাঠাতে হবে। এগুলো এনআইডি উইং দেখবে। ইসি কর্মকর্তারা জানান, ইসি নতুন একটি সফটওয়ার চালু করছে । এ সফটওয়ার চালু হলে অটমেটি ফাইল চলে যাবে সব অফিসে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকরা সেবা পাবো। উল্লেখ্য, দেশে...

ম্যাচ পরিত্যাক্ত হওয়াতে চ্যাম্পিয়ন হলো যে দল

Image
আজকেই ফাইনাল ম্যাচে মাঠে নামে বাংলাদেশ এবং আফগানিস্তান। এই ম্যাচের একটি বলেই যে মাঠে গড়ালো না। যার কারণে ম্যাচটিও পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ফাইনাল ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও আফগানিস্তান যৌথভাবে সিরিজের শিরোপা জিতবে। আর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হওয়াতে এখন সেটাই হলো। আর এই নিয়েই যে শুরু হয়ে গিয়েছে আলোচনার। তবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির আশ্রয় নেওয়ার মত পর্যাপ্ত খেলা হওয়ার আগেই যদি ম্যাচ পণ্ড হয়ে যায়? সেক্ষেত্রে নিয়তি হবে একটাই- ট্রফি ভাগাভাগি! সেটাই যে এবার হতে হলো দুই দলের জন্য। সিরিজ বাঁচাতে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ ছাড়ার আগে সমালোচনা করেই মাঠ ছাড়লেন রশিদ খান যেখানে সবার চেয়ে আলাদা সাকিব বাংলাদেশ ছাড়ার আগে সমালোচনার করেই মাঠ ছাড়লেন রশিদ খান সেরা পাঁচে দুই বাংলাদেশী ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হলেন যিনি RELATED ARTICLES MORE FROM AUTHOR. [প্রিয় পাঠক, আপনিও Khulna 24 News   অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আ...

বাংলাদেশ vs আফগানিস্থান।

Image
বাংলাদেশ vs আফগানিস্থান ম্যাচ শুরু হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তৃদেশীয় সিরিজের আজই ফাইনাল ম্যাচ।ফাইনাল খেলছে Ban & Afg.এর আগে এই দুটি দল ৬ বার মুখোমুখি হয়েছিল।তার মধ্যে Bng দুই বার বিজয় অর্জন করেছে,আর Afg চারবার।সেইদিক থেকে Afg অনেকটা এগিয়ে আছে।এই সিরিজে অবশ্য দল দুটি দুবার মুখোমুখি হয়েছে তার মধ্য প্রথমটিতে জয় হয় আফগানের আর দ্বিতীয়টিতে বাংলাদেশের।Bng এর হয়ে নেতৃত্ব দিচ্ছে সাকিব আল হাসান(আমাদের প্রাণ) আর Afg এর হয়ে রশিদ খান। লাখ-কোটি বাংঙালী স্বপ্ন দেখছে সিরিজটা জেতার।তাঁরা চাইছেন রশিদ খানেকে হাড়ভাঙা জবাব দিতে।এখন সবাই অপেক্ষার প্রহর গুনছে সাকিব, রশিদকে সেই হাড়ভাঙা জবাব দিতে পারেন কিনা সেই মুহুর্তটা দেখার আশায়। আমাদের সাথেই থাকুন খুলনা 24 নিউজ... . কৃতজ্ঞতাই সাগর পাল।  
Image
                  স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার পর স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করেছে একদল বখাটে যুবক।ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ পশ্চিম মদনপুর গ্রাম থেকে তিনজনকে আটক করেছে। গেল বৃহস্পিতারবার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর গ্রামে গণধর্ষণের এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দা গ্রামের জনৈক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে গত বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মদনপুর গ্রামের জিলন আক্তারের নামে তার আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন গভীর রাতে ওই গ্রামের ৮-১০ জন বখাটে যুবক জিলন আক্তারের বাড়িতে গিয়ে বেড়াতে আসা স্বামীকে মারধর করে বেঁধে রেখে গৃহবধূকে পাশের একটি জঙ্গলে নিয়ে সারা রাত পালাক্রমে গণধর্ষণ চালায়। এরপর দিন শুক্রবার সকালে আত্মীয় স্বজনরা জঙ্গল থেকে রক্তাক্ত আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ভিকটিমের পরিবার বিষয়টি নেত্রকোনা মডেল থানা পুলিশকে জানালে নেত্রকোনার অতির...
Image
এইচএসসি পাসেই চাকরি এইচএসসি পাসেই চাকরি। কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। পদগুলোতে মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা মোট ৩০ জন । শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস হতে হবে। প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। বেতন-ভাতা বেতন ৯৩০০-২২৪৯০/- টাকা। আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত আবেদন ফরমে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার করে আবেদন পাঠাতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.kushtia.gov.bd) এই ঠিকানায়। ঠিকানা : জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া। আবেদনের শেষ তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১৭ অক্টোবর, ২০১৯ পর্যন্ত। ...
Image
এবার গুগলকে ৫৫ কোটি ডলার জরিমানা করল ফ্রান্স প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ৯.৩৮ মিনিট৷  ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে বড় ধরনের জরিমানা করেছে ফ্রান্স। কর ফাঁকির মামলায় প্রতিষ্ঠানটিকে ৫৫ কোটি ডলার জরিমানা করেন দেশটির একটি আদালত।বাংলাদেশ প্রতিদিন চলতি সপ্তাহের প্রথম দিকে গুগলকে ট্যাক্স জালিয়াতির অভিযোগে প্যারিসের একটি আদালত ৫০০ মিলিয়ন ইউরো (৫৫১ মিলিয়ন ডলার) জরিমানা এবং ফরাসি কর কর্তৃপক্ষের সাথে দাবি নিষ্পত্তি করার জন্য অতিরিক্ত ৪৬৫ মিলিয়ন ডলার জরিমানা অনুমোদন করেছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৫ সাল থেকে চলা এ মামলাটি ফরাসি কর্তৃপক্ষ তদন্ত শেষ করেছে। ফরাসি বিচারমন্ত্রী নিকোল বেলুবেট এবং বাজেটমন্ত্রী জেরাল্ড ডারমানিন সমস্ত বিতর্কিত ইস্যুতে ‘স্থির নিস্পত্তি’ প্রশংসা করেছেন। এ ব্যাপারে গুগলের এক মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত যে বিশ্বব্যাপী পরিচালিত সংস্থাগুলোকে সুস্পষ্ট কাঠামো সরবরাহ করার জন্য আন্তর্জাতিক কর ব্যবস্থার সমন্বিত সংস্কারই সর্বোত্তম উপায়। আমরা ফ্রান্সে কর ও প্রাসঙ্গিক সব মামলা মীমাংসা করেছি, যা অনেক বছর ধরে চলে আসছিল। মাম...
সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০১৯, ৮ই আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ, আজকের দিনটা সবার জন্য ভালো কাটুক।   
Image
Khulna 24 News এর পক্ষ থেকে সাগর পাল,রুবেল রানা ও এইচ আর তাজু কে অভিনন্দন। যাদের জন্য আজ Khulna 24 News সমস্ত পৃথিবীর বুকে দাড়িয়েছে। যেটি মানুষকে কল্যাণ কামনায় প্রতিশ্রুতি বদ্ধ। সবার জন্য শুভকামনা রইলো।             
Image
Hi everyone how r u please my blog u see