বাংলাদেশ vs আফগানিস্থান।
বাংলাদেশ vs আফগানিস্থান ম্যাচ শুরু হতে যাচ্ছে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
তৃদেশীয় সিরিজের আজই ফাইনাল ম্যাচ।ফাইনাল খেলছে Ban & Afg.এর আগে এই দুটি দল ৬ বার মুখোমুখি হয়েছিল।তার মধ্যে Bng দুই বার বিজয় অর্জন করেছে,আর Afg চারবার।সেইদিক থেকে Afg অনেকটা এগিয়ে আছে।এই সিরিজে অবশ্য দল দুটি দুবার মুখোমুখি হয়েছে তার মধ্য প্রথমটিতে জয় হয় আফগানের আর দ্বিতীয়টিতে বাংলাদেশের।Bng এর হয়ে নেতৃত্ব দিচ্ছে সাকিব আল হাসান(আমাদের প্রাণ) আর Afg এর হয়ে রশিদ খান।
লাখ-কোটি বাংঙালী স্বপ্ন দেখছে সিরিজটা জেতার।তাঁরা চাইছেন রশিদ খানেকে হাড়ভাঙা জবাব দিতে।এখন সবাই অপেক্ষার প্রহর গুনছে সাকিব, রশিদকে সেই হাড়ভাঙা জবাব দিতে পারেন কিনা সেই মুহুর্তটা দেখার আশায়।
আমাদের সাথেই থাকুন খুলনা 24 নিউজ... . কৃতজ্ঞতাই সাগর পাল।


Comments
Post a Comment
Thank you sir.