ইঞ্জিন চালিত রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স প্রাপ্তির দাবি এবং মানববন্ধন
- Get link
- X
- Other Apps
খুলনা রিপোর্ট সাগর পাল :
আগামী ৩০-০৯-২০১৯ তারিখে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান মটর খোলার ঘোষনা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
আজ সকাল ৯ ঘটিকায় খুলনা মহানগরের প্রাণকেন্দ্র 'ডাকবাংলায়',"খুলনা মহানগর ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান শ্রমিক ও মালিক ঐক্য সংগ্রাম পরিষদ" এক বিশাল মানববন্ধনের সৃষ্টি করে।
দুর্ঘটনা ও যানযটমুক্ত রাখতে উপর মহল ব্যাটারী চালিত রিকশা ও ভ্যানকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই মাসের ৩০ তারিখের মধ্য ব্যাটারী খুলে ফেলার নির্দেশ দেয়। কতো হাজারো মানুষের জুবিকা নির্বাহ করছে এই ইন্জিন চালিত রিক্সা ও ইজিবাইকের মাধ্যমে।
আজ তাদের থেকে যদি এই রিক্সা ও ইজিবাইকের লাইসেন্স না দিয়ে প্রত্যাহার করা হয় তাহলে এরা কি করবে । আসলে খুলনা মহা নগরীর এইটা ভাবার দরকার ছিলো।
কিন্তু, চালকদের দাবি এই নির্দেশ প্রত্যাহার করে তাদেরকে লাইসেন্স প্রদান করা হোক।
যার কারণে তারা একত্রিত হয়ে মানববন্ধনের মাধ্যমে তারা তাদের দাবি জানায়।

Comments
Post a Comment
Thank you sir.