দশম শ্রেণি পর্যন্ত কোন বিভাগ থাকছে না : দীপু মনি
স্টাফ রিপোর্টারঃ বর্তমানে দেশে প্রচলিত মাধ্যমিক শিক্ষায় যে বিভাগ পদ্ধতি চালু রয়েছে তার পরিবর্তন করা হচ্ছে। নতুন কারিকুলাম অনুযায়ী দশম শ্রেনী পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় থাকছে না আর কোন ভিন্ন বিভাগের সিস্টেম।
বৃহস্পতিবার ৫ মার্চ চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, নতুন যে কারিকুলাম হচ্ছে তাতে দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না। এরই মধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কারিকুলাম পরিমার্জন কাজ চলছে। নতুন কারিকুলাম যখন থেকে বাস্তবায়িত হবে তখন থেকে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না নিশ্চিত করেন দীপু মনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, নোট বই, গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারী করা সম্ভব নয়। এ জন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
চাঁদপুর সরকারি কলেজের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

Comments
Post a Comment
Thank you sir.