ছাত্রছাত্রীদের স্মার্টফোন দেবে সরকার

স্নাতক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের স্মার্টফোন কেনার টাকা দেবে ত্রিপুরা সরকার। ত্রিপুরার শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ একথা ঘোষণা করেন। ২০১৮ সালে বিজেপি ভোটের প্রচারে জানিয়েছিল তারা ক্ষমতায় এলে ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দেবে। সেই নির্বাচনী প্রতিশ্রুতি রাখাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ত্রিপুরা জুড়ে ১৪ হাজার ৬০৮ জন ছাত্রছাত্রীকে মাথা পিছু ৫ হাজার টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেবে সরকার।
ত্রিপুরায় উচ্চশিক্ষার জন্য ৩৮টি সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে সব মিলিয়ে ১৪ হাজার ৬০৮ জন ছাত্রছাত্রী রয়েছেন। মেডিক্যাল, প্যারা-মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, আর্টস, কমার্স, ল্‌, পেন্টিং ও মিউজিক মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা এটা। এদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য। যাতে তাঁদের পড়াশোনায় সুবিধা হয়।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’