বিভিন্ন এটিএম বুথ থেকে ১৩ লাখ টাকা উত্তোলন, প্রতারক নারীকে ধরিয়ে দিন

Himel report 
প্রায় দুই মাস সময়ের মধ্যে সাউথ ইস্ট ব্যাংকেরবিভিন্ন এটিএম বুথ থেকে প্রতারণারমাধ্যমে ১৩ লাখ টাকা উত্তোলন করেছে এক নারী।ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে ওই নারীকে ধরিয়ে দেওয়ার খবর প্রকাশ করা হয়।
এটিএম বুথে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে তার ছবি সংগ্রহ করেছেঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।তার পরিচয় সনাক্ত করতে পুলিশসহায়তা চেয়েছে।
ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, দুবাইপ্রবাসী সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিরসাউথ ইস্ট ব্যাংকের ডেমরারশারুলিয়া শাখার একাউন্ট হতে ১৩ লাখ টাকা তোলা হয়েছে। গত বছরের ৭ জুলাই থেকে ১৮ আগস্ট তারিখের মধ্যে ওইব্যাংকের বিভিন্ন বুথ থেকে টাকা উত্তোলন করা হয়। পরবর্তী সময়ে সাইফুল ইসলাম দুবাই হতে দেশে আসার পর একাউন্টে টাকা না পাওয়ায় গত বছরের ৬ নভেম্বর রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তকালে সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী কর্মকর্তা। সংগ্রহকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় একজন নারী ডেবিট কার্ডের মাধ্যমে উক্ত একাউন্টে গচ্ছিত টাকা বিভিন্ন বুথ থেকে উত্তোলন করছেন।
ওই নারীর খোঁজে সহায়তা চেয়েছে পুলিশ। এই নারীর কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহর (০১৭১৩৩৯৮৫২৭) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’