গলায় ফাস দিলো আট বছরের বাচ্চা।
আজ সকালে একটা আট বছরের বাচ্চার নির্মম ভাবে চলে যাওয়ায় খুলনা ২৪ নিউজ তার আত্মার ভালো কামনায় শোকতাপ করে। খুলনা মেডিকেলেে নিয়ে আসে কিছু মানুষ। জানা গেছে গলায় ফাস দিয়ে নাইম নাম করে এই বাচ্চাটা আত্মহত্যা করে। সাংবাদিকদের প্রশ্ন যে কানো এই বাচ্চাটা নিজেই আত্মহত্যা কর।। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা কোনো কথাই বলছে না। এ বেপারে পুলিশ ও কোনো আগ্রহ প্রকাশ করছেন না।

Comments
Post a Comment
Thank you sir.