চিতায় চড়াতেই জেগে উঠলেন তিনি!

সিমানাচ মল্লিকের বয়স ৫৫ বছর। সকালে তিনি গিয়েছিলেন গরুর জন্য তৈরি ঘাসের খামারে। কিন্তু আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার অসাড় দেহ পায় স্বজনরা। 
স্বজন ও প্রতিবেশী তাকে মৃত ভেবে সিমানাচ মল্লিককে দাহ করার সিদ্ধান্ত নেন। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সব আয়োজন শেষ হয়। চিতায় ওঠানো হয় সিমানাচের মৃতদেহ। নিয়ম অনুযায়ী আগুনও লাগানো হয়। কিন্তু আগুন লাগাতেই ঘটে অস্বাভাবিক ঘটনা।
আগুন লাগার সঙ্গে সঙ্গে উঠে পড়েন মৃত সিমানাচ। এ সময় উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেয়ে তিনি সুস্থ হয়ে যান।
সম্প্রতি ভারতের উড়িশ্যার গনজাম বিভাগে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (১৪ অক্টোবর) খবর দিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।

স্থানীয় পঞ্চায়েতের সাবেক নেতা বলেন, আমরা তাকে জীবিত পাই। তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’