এক টাকার কয়েন পানিতে ভাসলেই ৫ কোটি টাকা।
খুলনা ২৪ নিউজ :
এক টাকার কয়েনের মূল্য পাঁচ কোটি টাকা! তবে এখানে একটি শর্ত রয়েছে। সেটি হলো- এক টাকার কয়েনটি পানিতে ভাসলেই পাওয়া যাবে এই বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বলা যায়, এ খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এ ঘটনাটি সত্য কি না তা যাচাই না করেই, এক টাকার কয়েন কিনতে দোকানে দোকানে ছুটছেন অনেকেই। এমন খবরের পর বিভিন্ন দোকানে কয়েন ক্রয় করতে আসা লোকজনকে দেখা গেছে।
এর আগেও বেশ কয়েকবার এক টাকার কয়েন বিভ্রান্তিতে পড়েছিল মানুষ। আবার নতুন করে এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা বির্তক। যদিও এমন খবরকে গুজব বলছেন অনেকেই। সহজ-সরল মানুষগুলোকে বোকা বানানোর জন্য এক শ্রেণির মানুষ এমন খবর প্রচার করছে বলেও জানান তারা।
এ বিষয়ে রাজধানী ঢাকার এক দোকানদার বলেন, বেশ কিছু দিন ধরে এক টাকার কয়েন নেওয়ার জন্য আমার কাছে কয়েকজন লোক এসেছিল। কিন্তু আমার দোকানে এই কয়েন নেই।
এক ভিক্ষুক জানান, এক টাকার কয়েন আমার কাছে আছে কি না জানতে চেয়েছিল কয়েকজন লোক। নেই বলার পর তারা চলে যায়।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি জানান, এমন কোনো খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে, এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের গুজব খবর রটাচ্ছে বলেও জানান তিনি। সুত্র: দৈনিক অধিকার

Comments
Post a Comment
Thank you sir.