ওভার ব্রিজের নিচে আটকা পড়ল বিমান!

বিবার্তা ডেস্ক
ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আটকা পড়েছে একটি বিমান। আকস্মিক এ কাণ্ডে আশপাশের লোকজন হতভম্ব হয়ে যায়। অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে চীনের হারবিন অঞ্চলে।

চীনা গণমাধ্যম জানিয়েছে, প্লেনটিকে একটি ট্রেলার ট্রাকে করে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়ার সময়ই এই বিপত্তি ঘটে। একটি ফুটওভার ব্রিজের নিচে এসে আটকে যায় প্লেনটি। এমন অস্বাভাবিক বিপত্তি থেকে উদ্ধার পেতে দুশ্চিন্তায় পড়ে যায় কর্মীরা।


এরপর ব্রিজটি ভাঙা ছাড়া প্লেনটি উদ্ধারের জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়। তবে শেষপর্যন্ত ট্রাক চালকের বুদ্ধিতেই প্লেনটি উদ্ধার করা সম্ভব হয়।


ট্রাক চালক বুদ্ধি করে ট্রাকের চাকা খুলে নেন। ট্রেলার ট্রাকের চাকা বেশ উঁচু হয়। চাকা খুলে ফেলায় প্লেনটি নিচে নেমে আসে। পরে সহজেই প্লেনটি উদ্ধার করা সম্ভব হয়।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’