দেলোয়ার হোসেনের মৃত্যুতে জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরখান থানার শুরা ও কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন আজ সকাল সাড়ে ১০ টায় দক্ষিণখানের নিজ বাসায় ইন্তিকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। মরহুম কিডনী জনিত সমস্যা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তার মরদেহ নোয়াখালীর চাটখিলে গ্রামের বাড়ীতে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঢাকায় মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম, উত্তরা জোনের সহকারি পরিচালন এইচ এম আতিকুর রহমান থানা আমীর মুস্তাকিম আলম ও থানা সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম।

এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের রূহের মাগরিফরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। নেতৃদ্বয় মরহুমের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারনের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে তাওফিক কামনা করেন।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’