নৌকার ৩ গুন বেশি ভোট পেয়ে জয়ী হলো ধানের শীষ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে বিএনপির প্রার্থী তসিকুল ইসলাম। বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।
ধানের শীষ প্রতীকে তসিকুল ইসলাম পেয়েছেন ৯৭ হাজার ৯১৩ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নজরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১১৪ ভোট। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউর রহমান তোতা আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫৬৬ ভোট। আওয়ামী লীগের মধ্যকার বিভক্তি এই ব্যবধান গড়ে তুলেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নজরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন আখতার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

Comments

Popular posts from this blog

‘না বুঝে লাইক-শেয়ার দিলেই গ্রেপ্তার’

আনসারীর জানাজা নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবক গ্রেফতার

‘১৬ জনের ফাঁসি, আ.লীগ নেতাও আছেন’